Sunday, 23 February 2014

অসহবাস

তুই আসবি ফিরে আসবি
যখন ঋতুরা ফিরবে নতুন করে
অনিচ্ছা সত্ত্বেও তুই রয়ে গেলি
আমার অস্হির-পাঞ্জরে

প্রথম শিশির বসে যখন
রাতে সবুজ ঘাসে
তোর অজান্তে আমি তখন
বসব তোরই পাশে

পাতা ঝরার শেষে পলাশ
ছড়ায় আগুন খেলা
আম-মুকুলের সুবাস মেখে
খুঁজব সারা ফাগুন বেলা

বসন্তের মাতাল হাওয়ায়
তোরে খুঁজব অচিন পাখি
ডেকে ডেকে সারা হব
বুকের ভিতর ফাঁকি

আকাশখানা মেঘলামুখে
আনবে টাপুর-টুপুর
তোর সাথে মিলাবে আমায়
বৃষ্টিভেজা দুপুর

দিনের পর কাটবে দিন
হাজার বারোমাস
শূন্যতার সাথে আমার
সফল সহবাস

তবুও তুই আছিস তুই
আলোকবর্ষ দূরে
হারিয়ে যাওয়া তুই যে আমার
অস্হিতে পাঞ্জরে।



2013 © M.C

Thursday, 20 February 2014

একুশে ফেব্রুয়ারি

আজকাল সবাই এ বি সি ডি; কেউ পড়ে না অ আ ক খ,
তবু বলি মায়েদের একটি কথা রাখ।
শিশুর মুখে বিদেশী বুলি; এটাই যুগের হাওয়া,
অনুভূতির গভীরে তাদের তবু দিও বাংলার মায়া॥

বাংলা মোদের চোখের জল; বাংলা মুখের হাসি,
শিশুরাও বলে যেন, বাংলা ভালবাসি।
শহীদের রক্তে রাঙা বাংলা বর্ণমালা,
জগৎ-সেরা স্বর্ণখনি, মণি-মুক্তোর ডালা॥
হেলাফেলার ধন নয়, এ রত্ন-অমূল্য-ভারী!
মনে রেখো এই দিনটাকে; আজ "একুশে-ফেব্রুয়ারী॥

Tuesday, 18 February 2014

Silly attempt of mine to capture my world... "আমার চোখে ১ "

Dinante jokhon tobo oboshan
Akasher buke bidayi bhasan
Morome loye betha
Ki ba jani bole kotha
Dhoronir kanakani
Nibhrite ekante...

দিনান্তে যখন তব অবসান
আকাশের বুকে বিদায়ী ভাসান
মরমে লয়ে ব্যথা
কি বা জানি বলে কথা
ধরণীর কানাকানি
নিভৃতে একান্তে....

দিনান্তে...THE SUNSET...

Wednesday, 5 February 2014

পোড়া বাতি

দিয়ে যেতে চেয়েছি কারণে অকারণে
না মেনে ধিক্কার বাধা শত বারণে
মানলে না কেউ আর বুঝলে না মনটা
কি বা আমি চেয়েছি চাই নি বা কোনটা
ভুলভাল হিসাবের গরমিল সবটা
ফুসফুস দেয় চাপা পাথুরে ক্ষোভটা
কুয়াশায় আবছা সময়ের রাস্তায়
ক্ষয়িষ্ণু জীবন মিছিমিছি পস্তায়
অংকের খাতায় গোঁজামিল খসড়া
মৃত বিশ্বাসের সারবাঁধা পসড়া
সবটাই পুড়ে ছাই নিয়তির খেলাতে
শ্মশানের স্তব্ধতা মানুষের মেলাতে
বুকে আজো জড়িয়ে কাঁটার ওই হারটা
চুপচাপ গুনছি চাবুকের মারটা
চাবুকটা নির্দোষ দোষ শুধু পিঠটার
আখের গোছায় সবাই বোঝাটা ঠিক তার
সম্পর্ক সমাজের সোজাসুজি সমাধান
স্বার্থটা চুকে গেলে লেখা হয় ব্যবধান
নিজেকে বিলায় সে পারে না যে বলতে
নিভে যাওয়া বাতিটার বুকে পোড়া সলতে
আলোটুকু নিয়ে গেছে পুড়িয়ে সবাই
বাতিলের চিলেকোঠায় বাতি আজ বোবাই
নিঃস্বতা হল সার সব সমীকরণে
তার নাকি লোভ ছিলো প্রত্যাশা পূরণে????!!!!!!!!!!!

Monday, 3 February 2014

সত্যিটা এটাই

আমার সত্যিই সত্যি
অন্যরটা নয়
এমনতর বিশ্বাসেই সত্যের পরাজয়
সত্য যদি মানি তখন
বুঝতে শিখব পরের দহন
যাতনা সব সমান্তরাল
সত্য মাঝপথেই বেহাল
হিংসা-দ্বেষের যাতাকলে
সত্য নাশ হচ্ছে বলে
যুগের পর যুগ ধরে
সত্যবাদীরাই পুড়ছে মরে