আজকাল সবাই এ বি সি ডি; কেউ পড়ে না অ আ ক খ,
তবু বলি মায়েদের একটি কথা রাখ।
শিশুর মুখে বিদেশী বুলি; এটাই যুগের হাওয়া,
অনুভূতির গভীরে তাদের তবু দিও বাংলার মায়া॥
বাংলা মোদের চোখের জল; বাংলা মুখের হাসি,
শিশুরাও বলে যেন, বাংলা ভালবাসি।
শহীদের রক্তে রাঙা বাংলা বর্ণমালা,
জগৎ-সেরা স্বর্ণখনি, মণি-মুক্তোর ডালা॥
হেলাফেলার ধন নয়, এ রত্ন-অমূল্য-ভারী!
মনে রেখো এই দিনটাকে; আজ "একুশে-ফেব্রুয়ারী॥
No comments:
Post a Comment