Sunday, 23 February 2014

অসহবাস

তুই আসবি ফিরে আসবি
যখন ঋতুরা ফিরবে নতুন করে
অনিচ্ছা সত্ত্বেও তুই রয়ে গেলি
আমার অস্হির-পাঞ্জরে

প্রথম শিশির বসে যখন
রাতে সবুজ ঘাসে
তোর অজান্তে আমি তখন
বসব তোরই পাশে

পাতা ঝরার শেষে পলাশ
ছড়ায় আগুন খেলা
আম-মুকুলের সুবাস মেখে
খুঁজব সারা ফাগুন বেলা

বসন্তের মাতাল হাওয়ায়
তোরে খুঁজব অচিন পাখি
ডেকে ডেকে সারা হব
বুকের ভিতর ফাঁকি

আকাশখানা মেঘলামুখে
আনবে টাপুর-টুপুর
তোর সাথে মিলাবে আমায়
বৃষ্টিভেজা দুপুর

দিনের পর কাটবে দিন
হাজার বারোমাস
শূন্যতার সাথে আমার
সফল সহবাস

তবুও তুই আছিস তুই
আলোকবর্ষ দূরে
হারিয়ে যাওয়া তুই যে আমার
অস্হিতে পাঞ্জরে।



2013 © M.C

No comments:

Post a Comment