দিয়ে যেতে চেয়েছি কারণে অকারণে
না মেনে ধিক্কার বাধা শত বারণে
মানলে না কেউ আর বুঝলে না মনটা
কি বা আমি চেয়েছি চাই নি বা কোনটা
ভুলভাল হিসাবের গরমিল সবটা
ফুসফুস দেয় চাপা পাথুরে ক্ষোভটা
কুয়াশায় আবছা সময়ের রাস্তায়
ক্ষয়িষ্ণু জীবন মিছিমিছি পস্তায়
অংকের খাতায় গোঁজামিল খসড়া
মৃত বিশ্বাসের সারবাঁধা পসড়া
সবটাই পুড়ে ছাই নিয়তির খেলাতে
শ্মশানের স্তব্ধতা মানুষের মেলাতে
বুকে আজো জড়িয়ে কাঁটার ওই হারটা
চুপচাপ গুনছি চাবুকের মারটা
চাবুকটা নির্দোষ দোষ শুধু পিঠটার
আখের গোছায় সবাই বোঝাটা ঠিক তার
সম্পর্ক সমাজের সোজাসুজি সমাধান
স্বার্থটা চুকে গেলে লেখা হয় ব্যবধান
নিজেকে বিলায় সে পারে না যে বলতে
নিভে যাওয়া বাতিটার বুকে পোড়া সলতে
আলোটুকু নিয়ে গেছে পুড়িয়ে সবাই
বাতিলের চিলেকোঠায় বাতি আজ বোবাই
নিঃস্বতা হল সার সব সমীকরণে
তার নাকি লোভ ছিলো প্রত্যাশা পূরণে????!!!!!!!!!!!
Wednesday, 5 February 2014
পোড়া বাতি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment