Wednesday, 5 February 2014

পোড়া বাতি

দিয়ে যেতে চেয়েছি কারণে অকারণে
না মেনে ধিক্কার বাধা শত বারণে
মানলে না কেউ আর বুঝলে না মনটা
কি বা আমি চেয়েছি চাই নি বা কোনটা
ভুলভাল হিসাবের গরমিল সবটা
ফুসফুস দেয় চাপা পাথুরে ক্ষোভটা
কুয়াশায় আবছা সময়ের রাস্তায়
ক্ষয়িষ্ণু জীবন মিছিমিছি পস্তায়
অংকের খাতায় গোঁজামিল খসড়া
মৃত বিশ্বাসের সারবাঁধা পসড়া
সবটাই পুড়ে ছাই নিয়তির খেলাতে
শ্মশানের স্তব্ধতা মানুষের মেলাতে
বুকে আজো জড়িয়ে কাঁটার ওই হারটা
চুপচাপ গুনছি চাবুকের মারটা
চাবুকটা নির্দোষ দোষ শুধু পিঠটার
আখের গোছায় সবাই বোঝাটা ঠিক তার
সম্পর্ক সমাজের সোজাসুজি সমাধান
স্বার্থটা চুকে গেলে লেখা হয় ব্যবধান
নিজেকে বিলায় সে পারে না যে বলতে
নিভে যাওয়া বাতিটার বুকে পোড়া সলতে
আলোটুকু নিয়ে গেছে পুড়িয়ে সবাই
বাতিলের চিলেকোঠায় বাতি আজ বোবাই
নিঃস্বতা হল সার সব সমীকরণে
তার নাকি লোভ ছিলো প্রত্যাশা পূরণে????!!!!!!!!!!!

No comments:

Post a Comment