Monday, 3 February 2014

সত্যিটা এটাই

আমার সত্যিই সত্যি
অন্যরটা নয়
এমনতর বিশ্বাসেই সত্যের পরাজয়
সত্য যদি মানি তখন
বুঝতে শিখব পরের দহন
যাতনা সব সমান্তরাল
সত্য মাঝপথেই বেহাল
হিংসা-দ্বেষের যাতাকলে
সত্য নাশ হচ্ছে বলে
যুগের পর যুগ ধরে
সত্যবাদীরাই পুড়ছে মরে

No comments:

Post a Comment