বন্ধু আমার নাবিক সে
সূর্যোদয়ের দেশের
আমি ফিকে রং আকাশে
হয়ত বেলা শেষের
হাজার রকম স্বপ্ন নিয়ে
সে উত্তুরে হাওয়া
আসমুদ্রহিমাচল
তার নিত্য আসা-যাওয়া
দেখছি তাকে দূর থেকে
কতটুকুই বা জানি
ডাকলে বন্ধু বাড়ায় হাত
এটুকুই মানি
জানে সে অনেককিছু
জানার নানান বোঝা
আমার মাথায় প্রশ্নবোধক
পালক কতক গোঁজা
অজস্র জানতে চাওয়া
জাহাজ-প্রমাণ বহর
জেরবার করছি রোজ
নিত্য অষ্টপ্রহর
নিঃস্ব আমি,জানার জগৎ
ধূসর যেন মরু
খাপছাড়া বন্ধুত্বে
দুটি পৃথক মেরু
অন্তর্মুখী মন মননে
প্রকাশগুলো চাপা
আমি ঠিক তার বিপরীত
প্রগলভতায় খেপা
রাতদিনের ব্যবধান
আমার শতেক ভুল
অসম বন্ধুত্বটা
তবুও রোজই নির্ভুল ।
Dedicated to my friend,
Subhadeep Bhattacharjee.
PHOTO:SUBHADEEP BHATTACHARJEE
No comments:
Post a Comment