Friday 29 November 2013

ডাক

ফিরে আয় যদি মন চায়;
চলে আয় মন দেউলে,

সেই প্রথম দেখার স্মৃতি; লেখার প্রতিকৃতি ,
সেই কথা বলা সাথে পথ চলা---

যদি জেগে থাকে আজো তোর মনে। 

চলে আয়, আমি বাড়াব হাত ,
ফিরিয়ে দেব সেই দিনরাত---

আরো একবার,   যাবো সব ভুলে॥



PHOTOS: COLLECTED
COLLAGE: M.C

Thursday 28 November 2013

চল্ খেলি

চল্ একসাথে খেলি
একই সাথে মিশে গিয়ে একই পথে চলি?

হারজিৎ কারো নয়, সবই একাকার
ইচ্ছেরা বাঁধে জোট, তোর আর আমার ।

অনেক তো করলি; জড়ালি বাঁধন,
জটটা খুললেই অসাধ্য সাধন॥

বন্ধ্যা এ জটিলতা; দ্বন্দ্বের কারাবাস !
ছিঁড়ে দূরে ছুঁড়ে ফেল মিথ্যের নাগপাশ!!

সন্দেহ ভুল সব অসুখের মালসা !
লাথি মেরে ভাঙলেই মনটাও খোলসা!!

জানলাটা বন্ধ, হাওয়া তাই বন্দী ,
প্রাণগুলো হাঁসফাঁস, চায় তারা সন্ধি ।

ভ্রান্তির ধূলোবালি করছে ধূসর ,
স্বপ্নের আয়নায় কাঁদছে দোসর॥

কানাগলি কালো বড়, কেবলই কাঁদায়।
আলোর আল ধরে পার ও করা যায়॥

কেউ নয় ছোট আর কেউ নয় বড় ,
মাথাটার মারপ্যাঁচ, মন জড়সড়।

একবার আয় না, ঘুড়িটা ওড়াই!
তোর হাতে সুতো আমি ধরব লাটাই !!

সোনাসুখ মেখে রোদ ভরবি উড়ান ,
সপ্ন-জোয়ার টানে ভেসে যাক্ প্রাণ ।

জীর্ণ সময়টা শুধু হবে ফেলে দিতে ,
চল, শিশিরে ফেলি পা এই শিশু-শীতে॥

Tuesday 19 November 2013

সুস্থ সমাজ

সংখ্যাগুলো এলোমেলো কেমন নাছোড়বান্দা ,
লাটাইর কালো সূতোয় ঘড়ির কাঁটা বান্ধা ।

দাসত্বে নদীর স্রোত নর্দমায় ভারী  !
কালো মেঘ টানছে সময়, দূষিত এক্কাগাড়ী ॥

অনাহারে মরছে শিশু ; বিক্রি করে বাবা ;
কাঙালের পান্তাভাতে রাজাকারের থাবা ।

পরের রক্তে মাখছে ভাত, সুখীরা সব ভোগী
ফুসফুসে যার বিঁধছে ছোরা, সে মানসিক রোগী!

বিবেক হলো বর্বরতা, মূর্খতারই নাম,
কিংখাবে চামার রাজা, তুলসী তো বদনাম!

মনুষ্যত্ব পণ্য আজ, বিপন্ন এ সমাজ
বন্যপিশাচ মুখোশপরা, জমকালো তার সাজ !

খুনো ছুরি দামী পিরিচে কাটবে যখন ফল ,
সুখের সংঙা পাবে মানুষ, হবে যে সফল!

মুখটা হোক যেমন তেমন, মুখোশটা হোক দামী;
মনের কথা বলে যে মুখ, সে-ই নষ্ট-নামী॥

গরীব বলে মেধাবীটা পায় নি কোন সিট
টাকার খেলায় গর্দভেরা ভার্সিটিতে ফিট্!

কালো মেয়ে কিনতে আজো পাত্র বাড়ায় দাম;
কন্যাদায়ে বাপের ঝরে রক্তমাখা ঘাম!

মুখে সুরা পিঠে ছোরা বন্ধুত্বের দাবী
মিথ্যে ছল করছে খল, সত্য খাচ্ছে খাবি!

ফিনফিনে সাদা পোশাক ,তার বড়ই কদর!
কেউ বোঝে না ঢাকা পড়ে চরিত্রের কবর।

জীবনজুয়া খেলছে যারা, তারাই আসল সুখী
নামাবলী তাদের গায়ে, বদনামী হয় দুখী!

অনূঢ়াকে করতে বশ নামে কালো রাত!
দুই যুগের বন্ধু  কেউ বাড়ায় লোভের হাত!!

ঘরে তার নববধূ, তবু লালসা অপার!
লোল জিহ্বা বাইরে খোঁজে নিষিদ্ধ খাবার !!

পুরুষ চালক সমাজ গাড়ী চোখে বাঁধা ঠুলি; 
অন্ধ হয়েও অনায়াসে পৌঁছে কানাগলি! 

অনূঢ়ার প্রত্যাখ্যান, কামবাসনা বিফল। 
আক্রোশ তার চড়ে মাথায় বুদ্ধি অমঙ্গল !!

হিংসা করে নিল কেড়ে ছোট্ট লেখার খাতা ,
উপকারে কার নাকি নিয়েছে কিনে মাথা ?!!!

বদনামী অনূঢ়া আজ কুড়োয় ধূলোবালি ।
বুকের মাঝে খুঁজে বেড়ায় তার লেখনীর কালি ॥

তার কথা মানবে না কেউ সে এক সস্তা নারী ;
প্রতারককে মানবে সাধু, তার প্রোফাইলটা যে  ভারী!!!

অনাশ্লেষে স্বপ্ন কিছু রাখো যদি বুকে ,
কলঙ্কের ছিঁটবে কাদা, পড়বে আঁচড় মুখে। 

সরল সহজ মন মানবী নিত্য ধর্ষিতা,
অলক্ষী হস্তীনি সব এযুগে সাধ্ধী সীতা!!

এই হল সুস্থ সমাজ, আর এই সমাজ রীতি
মিথ্যা তার কুলদেবতা, সত্যকে পায় ভীতি!

সমাজ আর বদলাবে না, নিজেই বদলে যাও;
মন মাথা বাপ মা... নিজেকেও বেচে দাও !

দাঁও মারছে জিতছে পিশাচ, সমাজ পচছে গলছে,
সত্যে থেকেও নিথর জীবন মৃত্যুর দিকে ঢলছে ॥

Wednesday 6 November 2013

অচল ঘড়ি

যাব না আর যাব না সখী, যাব না তোর দ্বারে;
যেথায় তোর কুসুমলতা পড়ছে নুয়ে ভারে---
মাতবো না আর তাদের ঘ্রাণে, করব না আর চয়ন;
ছেঁড়া পুষ্পদলে মালা করব না আর বয়ন।
আজ হ'তে তোর বাগানখানা নয়কো আমার ঘর,
হিংস্র আঁচড়ে হৃদয় ফালা, করেছিস্ যে পর!

সরল কে চিনলি গরল, ভাবলি নয়তো বোকা,
বুঝলি না মন জেনেবুঝে নিচ্ছে তোর ধোঁকা!
জীর্ণ তারে করলি রোজ, পিষলি ছলে বলে,
হাসি তবু লুটিয়ে যেতো, মনটা চোখের জলে!!

ভাসতো সে তোর বাগানে, প্রজাপতি রং-মাখা,
ভ্রমর ভেবে তাড়ালি তুই, মুচড়ে দিলি পাখা !
খুবলে নিয়ে কলজেটা তার ভেঙে দিলি মন,
বোকা বুঝি মানতো তোকে সবচে আপনজন!

আজ থেকে আর আসবে না সে, থাকবি এবার সুখে,
মেঘের কান্না ঝরবে না আর তোর এই চাতক বুকে!
ছুটি তোর জীবনজুড়ে, আজকে খুশীর দিন,
রক্তমাখা হাতে শোধ করলি প্রেমের ঋণ!!
উড়বে না আর প্রজাপতি, বসবে না তোর শাখে,
ডানাদুটি ভেঙে গেলো, রক্ত লেগে পাখে!!

তোর খেলাঘর তোরই মতো, এলোমেলো রঙ ছাওয়া,
সপ্নবিভোর ভাবনা তাতে করবে আসা-যাওয়া....
কুড়েঘরে দিতাম বাতি, নামলে সাঁঝের বেলা,
ঝড়ো হাওয়ায় মরলো, গলায় সাদা ফুলের মালা।
ভাবনা আমার দখল করে শেষ পারানির কড়ি;
কার আঙিনায় থমকে দাঁড়ায়, জীবন অচল ঘড়ি॥

Tuesday 5 November 2013

মরা বনফুল

মিথ্যার ঘেরাটোপে সময়টা বন্দী ,
ছলসাত সারারাত করছে যে সন্ধি!

অন্ধ এ মনটা চাইছে যে জ্বলতে,
দিনরাত মিথ্যের বুনছে কে সলতে!

শিরশির করে মাথা নিলে তার নামটা !
মৃত বিশ্বাসেরা সব দেয় মুখ-ঝামটা।

কথামাঝে পরিচয় পথমাঝে দেখা,
খল-জোট-সমাবেশ নিয়তির লেখা !

নবীন আর প্রবীণে করে বড় চর্চা
সরলতা সুযোগে গড়ে তোলে মোর্চা!

ফাঁড়িপথে আড়ি পাতে দন্ত-ভূজঙ্গিনী
বিষ দেখে বাদ সাধে মুক্ত বিহঙ্গিনী।

সবাকার পরিচয় মিলে অবশেষে...
মনগুলো বিষধর ভূজঙ্গির বিষে!

সবকিছু দেখেশুনে বনফুল ঝরে যায়!
পোড়া মন নিয়ে ধীরে দূরে চলে যায় ।

খেলা তবু খেলে যায় বিষধর সাপেরা;
বনফুল মাড়িয়ে হয়ে যায় কাফেরা!

লালফুলে বিষ ঢেলে নীল করে স্পন্দন !
ছিঁড়ে খুঁড়ে পিষে কারা মরমের বন্ধন!

উচ্ছিষ্ট রেণুলোভে বনফুল খোয়ালে;
পচাফুল সুগন্ধি, একই গরু গোয়ালে!

পচাফুলে মজা মন মাছি বড় ভক্ত; 
সস্তার বিস্তারে হয় অনুরক্ত।

বনফুল করে ভুল, দাম দেয় হাজারে,
দাম নিয়ে দামীরা বেচে দিল বাজারে !!

ছোট মালা ছিল গাঁথা দূর রেখে রতিটা!
তাই কানা দেয় খোঁটা, না রাখে যতিটা!!

একা রাজা ক্লান্ত, লালফুল পেষনে,
দাসদাসী, খোজা তার সভা উপবেশনে!

এমনিই চলে দিন, এমনই যায় রাত !
মিথ্যার নাগপাশে রাজা রোজ কুপোকাত!

মন তার মজে থাকে মিথ্যা এ ধন্দে।
মিথ্যা বিশ্বাস তার নিঃশ্বাসে, রন্ধ্রে!

এতকিছু করে তবু মেটেনা আশনাই,
বনফুল রক্তে মন করে রোশনাই !

বনফুলে সেজেছিল রাজা কোন ফাগুনে;
ঝলসায় তারেই আজ শ্মশানের আগুনে!

তারই নিজ কাননে রাখা ছিলো ফুলটা
লুটে নিয়ে মন তার বলে আজ কুলটা!

সমাদর সততার নাম দেয় নষ্টা,
নিয়তির পরিহাস, নয় তার দোষটা।

দিয়েছিল রাজা নাম মৃত্তিকা পরিচয় ,
বনফুল ঝরে বুঝে ছিলো সব অভিনয়।

রাজা ভেবে কাঁটাগাছ নিয়েছিল প্রাসাদে,
শঠতা সে বোঝেনি তাই আজ বিষাদে।

দূর্ভাগ্যের সুখ তার; দুঃস্বপ্নের সাজা,
চালায় চাবুক রোজ, চোখ তার বোজা ।

মজা লুটে ভাগ্য, রাজা নেয় স্বাদটা,
হারেমের খোজারাও খেলে রোজ সাট্টা!

মিথ্যার হাত করে সত্যকে ধর্ষণ!
মৃত্যুর দূত হানে তীব্র আকর্ষণ !

অন্ধের রাজত্বে ঠুলি পরা দুচোখে;
গুণ-প্রাণে গুরুত্ব, ভোগে তবু অ-সুখে!

খরার করালগ্রাস; মৃত্তিকা হল ক্ষয়,
বনফুল কবরে স্বপ্নেরা পাক জয়। 

বনফুল মৃত আজ, বিদায়ের বেলাতে,
ছাইগুলো উড়ছে দাবানল খেলাতে!   

দলেছ দলে দলে খেলা বড় ঘৃণ্য, 
রেখোনা স্মৃতি প্রাণে তার পদচিহ্ন।

শীত এসে যাবে ফিরে সময়ের যাপনে,
নিশীথ ঝরাবে রূধির শিশিরের কাঁপনে।

মিথ্যার কালিতে আজ মুছে দিলে ছবিটা;
লালফুল রক্তে লিখে যেও কবিতা ॥







IT'S NOT A POEM. A WISH FOR A ILLUSION WHOM I WISHED TO BE THE BEST, THE WINNER.

কেউ ঠিক বুঝে ভুল করে।
কেউ ভুল বুঝে ভালবাসে॥

WISH ENDLESS WRITINGS AND SUCCESS, in this farewell.

I have just tried to put hundreds of dead-hurt feelings from the core, while creating the image, my way...according to my deep, real, own, honest perception.