Tuesday, 5 November 2013

মরা বনফুল

মিথ্যার ঘেরাটোপে সময়টা বন্দী ,
ছলসাত সারারাত করছে যে সন্ধি!

অন্ধ এ মনটা চাইছে যে জ্বলতে,
দিনরাত মিথ্যের বুনছে কে সলতে!

শিরশির করে মাথা নিলে তার নামটা !
মৃত বিশ্বাসেরা সব দেয় মুখ-ঝামটা।

কথামাঝে পরিচয় পথমাঝে দেখা,
খল-জোট-সমাবেশ নিয়তির লেখা !

নবীন আর প্রবীণে করে বড় চর্চা
সরলতা সুযোগে গড়ে তোলে মোর্চা!

ফাঁড়িপথে আড়ি পাতে দন্ত-ভূজঙ্গিনী
বিষ দেখে বাদ সাধে মুক্ত বিহঙ্গিনী।

সবাকার পরিচয় মিলে অবশেষে...
মনগুলো বিষধর ভূজঙ্গির বিষে!

সবকিছু দেখেশুনে বনফুল ঝরে যায়!
পোড়া মন নিয়ে ধীরে দূরে চলে যায় ।

খেলা তবু খেলে যায় বিষধর সাপেরা;
বনফুল মাড়িয়ে হয়ে যায় কাফেরা!

লালফুলে বিষ ঢেলে নীল করে স্পন্দন !
ছিঁড়ে খুঁড়ে পিষে কারা মরমের বন্ধন!

উচ্ছিষ্ট রেণুলোভে বনফুল খোয়ালে;
পচাফুল সুগন্ধি, একই গরু গোয়ালে!

পচাফুলে মজা মন মাছি বড় ভক্ত; 
সস্তার বিস্তারে হয় অনুরক্ত।

বনফুল করে ভুল, দাম দেয় হাজারে,
দাম নিয়ে দামীরা বেচে দিল বাজারে !!

ছোট মালা ছিল গাঁথা দূর রেখে রতিটা!
তাই কানা দেয় খোঁটা, না রাখে যতিটা!!

একা রাজা ক্লান্ত, লালফুল পেষনে,
দাসদাসী, খোজা তার সভা উপবেশনে!

এমনিই চলে দিন, এমনই যায় রাত !
মিথ্যার নাগপাশে রাজা রোজ কুপোকাত!

মন তার মজে থাকে মিথ্যা এ ধন্দে।
মিথ্যা বিশ্বাস তার নিঃশ্বাসে, রন্ধ্রে!

এতকিছু করে তবু মেটেনা আশনাই,
বনফুল রক্তে মন করে রোশনাই !

বনফুলে সেজেছিল রাজা কোন ফাগুনে;
ঝলসায় তারেই আজ শ্মশানের আগুনে!

তারই নিজ কাননে রাখা ছিলো ফুলটা
লুটে নিয়ে মন তার বলে আজ কুলটা!

সমাদর সততার নাম দেয় নষ্টা,
নিয়তির পরিহাস, নয় তার দোষটা।

দিয়েছিল রাজা নাম মৃত্তিকা পরিচয় ,
বনফুল ঝরে বুঝে ছিলো সব অভিনয়।

রাজা ভেবে কাঁটাগাছ নিয়েছিল প্রাসাদে,
শঠতা সে বোঝেনি তাই আজ বিষাদে।

দূর্ভাগ্যের সুখ তার; দুঃস্বপ্নের সাজা,
চালায় চাবুক রোজ, চোখ তার বোজা ।

মজা লুটে ভাগ্য, রাজা নেয় স্বাদটা,
হারেমের খোজারাও খেলে রোজ সাট্টা!

মিথ্যার হাত করে সত্যকে ধর্ষণ!
মৃত্যুর দূত হানে তীব্র আকর্ষণ !

অন্ধের রাজত্বে ঠুলি পরা দুচোখে;
গুণ-প্রাণে গুরুত্ব, ভোগে তবু অ-সুখে!

খরার করালগ্রাস; মৃত্তিকা হল ক্ষয়,
বনফুল কবরে স্বপ্নেরা পাক জয়। 

বনফুল মৃত আজ, বিদায়ের বেলাতে,
ছাইগুলো উড়ছে দাবানল খেলাতে!   

দলেছ দলে দলে খেলা বড় ঘৃণ্য, 
রেখোনা স্মৃতি প্রাণে তার পদচিহ্ন।

শীত এসে যাবে ফিরে সময়ের যাপনে,
নিশীথ ঝরাবে রূধির শিশিরের কাঁপনে।

মিথ্যার কালিতে আজ মুছে দিলে ছবিটা;
লালফুল রক্তে লিখে যেও কবিতা ॥







IT'S NOT A POEM. A WISH FOR A ILLUSION WHOM I WISHED TO BE THE BEST, THE WINNER.

কেউ ঠিক বুঝে ভুল করে।
কেউ ভুল বুঝে ভালবাসে॥

WISH ENDLESS WRITINGS AND SUCCESS, in this farewell.

I have just tried to put hundreds of dead-hurt feelings from the core, while creating the image, my way...according to my deep, real, own, honest perception.

No comments:

Post a Comment