ফিরে আয় যদি মন চায়; চলে আয় মন দেউলে,
সেই প্রথম দেখার স্মৃতি; লেখার প্রতিকৃতি , সেই কথা বলা সাথে পথ চলা---
যদি জেগে থাকে আজো তোর মনে।
চলে আয়, আমি বাড়াব হাত , ফিরিয়ে দেব সেই দিনরাত---
আরো একবার, যাবো সব ভুলে॥
PHOTOS: COLLECTED COLLAGE: M.C
No comments:
Post a Comment