চল্ একসাথে খেলি
একই সাথে মিশে গিয়ে একই পথে চলি? 
হারজিৎ কারো নয়, সবই একাকার 
ইচ্ছেরা বাঁধে জোট, তোর আর আমার । 
অনেক তো করলি; জড়ালি বাঁধন, 
জটটা খুললেই অসাধ্য সাধন॥ 
বন্ধ্যা এ জটিলতা; দ্বন্দ্বের কারাবাস ! 
ছিঁড়ে দূরে ছুঁড়ে ফেল মিথ্যের নাগপাশ!! 
সন্দেহ ভুল সব অসুখের মালসা ! 
লাথি মেরে ভাঙলেই মনটাও খোলসা!! 
জানলাটা বন্ধ, হাওয়া তাই বন্দী , 
প্রাণগুলো হাঁসফাঁস, চায় তারা সন্ধি । 
ভ্রান্তির ধূলোবালি করছে ধূসর , 
স্বপ্নের আয়নায় কাঁদছে দোসর॥ 
কানাগলি কালো বড়, কেবলই কাঁদায়।
আলোর আল ধরে পার ও করা যায়॥ 
কেউ নয় ছোট আর কেউ নয় বড় ,
মাথাটার মারপ্যাঁচ, মন জড়সড়। 
একবার আয় না, ঘুড়িটা ওড়াই! 
তোর হাতে সুতো আমি ধরব লাটাই !! 
সোনাসুখ মেখে রোদ ভরবি উড়ান ,
সপ্ন-জোয়ার টানে ভেসে যাক্ প্রাণ । 
জীর্ণ সময়টা শুধু হবে ফেলে দিতে , 
চল, শিশিরে ফেলি পা এই শিশু-শীতে॥
 
  
No comments:
Post a Comment