Tuesday, 21 January 2014

আজ ২৬শে জানুয়ারী

আমি কি খুব সমঝদার বা মহান দেশপ্রেমিক?
কখনও কোন দেশ ভাবনায় হয়েছি কি শরিক?

দেশ তো দূরের কথা, আমার নয় মাথাব্যথা।
নিজের মাঝেই মশগুল সব, ভাবনার সময় কোথা?

সুইটস থেকে মিঠাই কিনে; ধরছি যখন বাড়ির গলি
হাত বাড়ানো কচি হাতে দিয়েছি কি এক-আধুলি?

নিজের ভিতর নিজে জানি, পরকে নিয়ে কানাকানি।
মন্ত্রীমশায় কি করল কোথায় তাই নিয়েই সব ন্যাকামি!

রাস্তায় পড়া সেই শেফালি; দিত পেত গালাগালি,
পাগলি বলে হাসলি পরে ঘেন্না ভয়ে সব পালালি!

তার তরে ত কাঁদেনি প্রাণ; মাঝে মাঝে গাইত সে গান,
মায়াবনবিহারিণী গলায় ছিল দারুণ যে তান।

পাগলী কিংবা সেই কচি হাত; ফুটপাতে আজো কাটায় যে রাত
কখনও কি একটিবেলা তাদের পাতে দিয়েছি ভাত?

তবে কেন দুষছি তাদের; ক্ষমতাটা আছে যাদের,
গা বাঁচিয়ে সটকে পড়ি; দোষ কি কিছু কম আমাদের?

লঙ্কায় যারা তারা রাবণ, বিচারখানা অসাধারণ,
ঘামটা গরীব চাটবে এবার মানুষ থেকে দামী লবণ!

স্বাধীন দেশে মন্ত্রী-প্রজা; শালা আমরা সবাই খোজা!
লুটছি স্বার্থ হচ্ছি বেহুঁশ, বিবেকের চোখটা বোজা।

কাটাকাটি মারামারি তারই ফাঁকে পকেট ভারী।
প্রজাতন্ত্রে চামার রাজা; প্রজেক্টটা চুরি- চামারি॥

এমনি আমরা ঘরে-বাইরে; গুণের ত শেষ নাই রে,
রাজা-প্রজা মিলে মোরা দাঁতের ফাঁকে দেশ চিবাই রে।

থাকছি আমরা মিলেমিশে; করব চুরি লজ্জা কিসে?
ধরবে কেউ সাহস কোথায়; নিশ্চিন্ত এই পোড়াদেশে।

অসহায়ের রক্তে রাঙা আপেল সাজে সোনার থালায়,
একটিবার সাজত যদি খানেওয়ালা জুতার মালায়!

তবে ওই যে বল্লাম, সাজছি মোরা একই সাজে!
একে অপরের পিঠ চুলকে দিব্যি ব্যস্ত বিশাল  কাজে।

এরই নাম দেশপ্রেম; তার কাছাখোলা নীতি,
সাধু-চোরে মাসতুতো ভাই; জব্বর পিরীতি।

অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল ঘোড়া;
ঠুলি পরা চোখ দুটোতে তার পা দুটোই খোঁড়া।

সহিসের  হাতে চাবুক; গতির গলায় শিকল।
উল্টোপথে ছুটছে গাড়ি কলকব্জা সব বিকল॥

তাই আর দোষ কি বল যদি ইয়াং জেনারেশন,
জাতীয় ছুটিদিবসের নাই বা বুঝল ইমোশন?

সেই দিবসের মর্ম বুঝে তারা করবে কি আর বল?
হলি ডে টাই আসল কথা, বাদবাকি সব জলো!

দেশমাতার আঁচল ছেঁড়া, জীর্ণ মলিন শাড়ি,
দুঃখ তাঁর দেখতে মোদের বয়েই গেছে ভারী।

ভারতমাতা ভারাক্রান্ত; ছেলে দিচ্ছে ধোঁকা,
অশ্রু হয়ে রূধির ঝরে, মা কি আমার বোকা??

দালালদের হাতে এখন দেশের ভাগ্যচাবি,
নোংরা মনের কলেবর গিলে করা পাঞ্জাবি।

দেশ যাক রসাতলে; কেন ফালতু ভেবে মরি;
হাতি ঘোড়া গেল তল, মশার বাড়াবাড়ি!

ভাষণগাড়ীর চাকার নীচে অভুক্তের সারি।
তবু প্রজাতন্ত্রদিবস আজ ২৬শে জানুয়ারী॥





*****************************
  *শুভ প্রজাতন্ত্রদিবসে*  আমার দেশ ভারতবর্ষকে প্রণাম জানাই।

No comments:

Post a Comment