তুই বলেছিলি মাপ চাইতে আমায়..../
মাথায় নিতে পাপের দায়;/
তাই নিয়েছি আজ দেখ্ না চেয়ে ,/
ঝড়ছে রূধির ধমনী বেয়ে.../
লোভ-লালসার শিকার আমি ;/
কতটা, জানে অন্তর্যামী.../
আর বাকিটা চিনলি তুই !/
হিংসা আমার ? তবে তাই সই!/
এত জানিস এত বুঝিস্..../
পুড়ছি তাই অহর্নিশ!/
ছলাকলায় বন্ধু সেজে ;/
হেরেছি বল্, সবার শেষে ?/
তাই হৃদপিন্ডে মারণবাণ;/
আমরণ রক্তস্নান!/
হয়েছে সঠিক আমার বিচার !/
ঠিক জানিনা ... তোর না তার.../
No comments:
Post a Comment