খুঁড়ছি কবর মাঝরাতে ; মৃতদের ভাঙছে ঘুম!!
পিশাচেরা রোজ দিশাহারা হয়ে
খুঁজছে তন্ত্রগলি ;
তুলে দেই নিশুত রাতে
আমার মাথার খুলি!
ফিরে আসে তারা রোজ প্রতি রাতে ;
জীবন্ত অভিশাপ!
অতন্দ্র প্রহরীরা শব;
বিগত জন্মের পাপ !
মুক্তি মেলেনি হাজার বছর ,
আজও বন্দি তারা ;
জেগে ওঠে লোল লালসায়
অতৃপ্ত চোখের তারা !!
হৃদপিন্ডের লাল মাংসে
হানছে তাদের নখর !
ক্ষিপ্র গতিতে ছিঁড়ছে শিরা ;
রূধির জানায় খবর !
ঋণশোধ হচ্ছে আজ
শ্মশানবেদীর চরে !
বাড়ছে আগুন আসছে আমার
No comments:
Post a Comment