Monday, 26 August 2013

যাত্রী

বার বার মানছি হার;
ভাগ্যের পিঠে চাবুকের মার!

কশাঘাতের রোষানলে;
পুড়ছে জীবন হরেক পলে!

মিথ্যে বাঁচার ভাবনা যত,
নিঃশেষে হয়ে নির্বাপিত !

কালরাত্রির আবাহনে আজ;
সবুজের গায়ে কফিনের সাজ!

সঙাবিহীন বুদ্ধির ছলে;
জীবন গতি রসাতলে!.

মৃত্যুর হাতে জীবনের ভার;
গন্তব্য খুঁজছি.... আমার ....

No comments:

Post a Comment