Thursday 1 August 2013

ঋজু

ঋজু, ওই পাহাড়ের খাঁজে,
ওই পাইন গাছের সারির ধারে ...

আবার ভাসছে বুনোফুলের গন্ধ
তুই পাচ্ছিস???...আর... আমি ও

সেই নীল ঝর্ণার জলে
পাহাড়ি মেয়েটা মেলছে তার শ্যামলা শরীর ,

দূর থেকে ভেসে আসছে সেই চেনা বাঁশির সুর !
শুনছিস তুই .... আর... আমিও ।

জানি আজ তোর হোলি খেলার দিন ;
নীল আবিরে মাতাল হাওয়া আজকে আবার রঙীন;

ডাকছে তোকে মাদল ;
কান পাতছিস্ তুই , আর ... আমিও ..

যে পথে ছিল তোর নিত্য আসা যাওয়া ; যেথায় পড়ত হেলায় সরল পাইনের ছায়া

সে পথ আজ হারিয়েছিস্ তুই !
জানে সেই পথ;

আর.... আমিও॥

No comments:

Post a Comment