Friday, 16 August 2013

শিল্পী

স্বপ্ন যেথায় হারায় বাঁধ; বাস্তবকে করে তুচ্ছ
কবিতা সেথায় হৃদমদিরা নয় নিছক শব্দগুচ্ছ।

নি-ছক জীবন কাম্য তার; শৃঙ্খল দায়বদ্ধতার,
লুকোচুরির খেলায় বন্দী ঐতিহ্য অবরুদ্ধতার॥

তবু সে নয়কো কাতর প্রকাশ পরাভবে,
অব্যক্ত সুখ প্রাপ্তি তার অগুন্তি অনুভবে।

সুদূর আকাশ হাতছানি দেয়; লক্ষ্য মেঘের বাড়ি,
দিনান্তের আবাহনে উড়ান বকের সারি॥

ওই ঈশানকোনে কালো মেঘ; উঠল বুঝি ঝড়!
অন্ধ পাখি খুঁজছে নীড়; বলে এই তো আমার ঘর।

সৌদামিনীর বিষমবাণে ঝরছে তার পাখা,
সেই পালকে শিল্পী আঁকে চিত্র -স্বপ্নমাখা।

পালক রঙিন তার হাতে যখন মধ্যযাম কালো,
কিন্নরের জাদুস্পর্শে ঐন্দ্রজালিক আলো! 

No comments:

Post a Comment