Wednesday 30 April 2014

সুখ বেঁচে থাক

কখনও মনে হয় একবার যাই তোর দেশে
তোর মেঘের ছোট্ট ভেলায় ভেসে
কখনও মনে হয় ডাকি আরও একবার
ঘন নীল হাওয়ায় কাটব সাঁতার

চটকটা ভাঙলে যেই জেগে উঠি
দেখি ঝড়ো হাওয়া গেছে মোরে লুটি
এলোমেলো ভেঙে পড়া চেনা চারিধার
অচেনা আয়তন অকূল পাথার
পরিচিত সুর গান বড় তানহীন
কলজেটা নিরেট আর যেন প্রাণহীন

চেনা তুই চেনা আমি সেই পৃথিবী
ধূপকাঠি ফুলমালা দেয়ালে ছবি
নদীটা শুকিয়ে আজ মরেছে চরে
তীরে তার ছিল ঘাস শিশিরের ভোরে
চারদিকে মরু তার বুকে ধূলোঝড়
শয়ে শয়ে মরীচিকা বুকের ভিতর

সবকিছু হলো জানা জানাশোনা শেষে
বাস্তবের উপহাস উলঙ্গবেশে
হেলাফেলা জীবনের রুধিরে আঁখি
জুয়া খেলে এ মনের সবটাই ফাঁকি
কাঁটাতার চোখেমুখে জীবনের বাঁক
সুখী হোক সুখ তবু... সুখ বেঁচে থাক।

Wednesday 23 April 2014

Tui Buker Bhitor

Mon pakhi tor ekti gan
Sonas diner sheshe...
Nodir kachhe asbe se gan
Surer bhelay bhese.....
......surer bhelay bhese......



Thursday 17 April 2014

The name.... SRIKANTO ACHARJYA ; AN IMAGINARY LETTER TO HIM | যদি বলি, আপনাকে চিঠি লিখছি

শুভ নববর্ষ ..... কি বলে সম্বোধন করব আপনাকে, স্যার, দাদা না আকাশভরা সূর্য্যতারা...নাকি শুধুই নদীর ছবি! আমি শুধু জানি আপনি মানে চূড়ান্ত! চূড়ান্ত মুগ্ধতার পরিপূর্ণ পরিপাটি, একই সঙ্গে একই মূহুর্তে স্বপ্নময়তা, প্রাণের জোয়ার ও মাদকতার আবেশ। আপনার কন্ঠের মাধুর্য্য, গাম্ভীর্য্য, লালিত্য যুগপৎভাবে যে গভীর ব্যঞ্জনার সৃষ্টি করে, তা মনে ও মাথায় ছেয়ে থাকে এক একটি দশক ধরে। এ আমার মত নিতান্তই ক্ষুদ্র,তুচ্ছ একটি মানুষের একান্ত অভিজ্ঞতা।  দুঃসাহস করে কথাগুলো আপনার কাছে প্রকাশ করলাম,করতে বাধ্য হলাম.... কারণ, এই কথাগুলো পোষণ করছি মনের গহনে অনেকগুলো বছর ধরে .....  আমাদের দেশের অনেক অনেক নক্ষত্র ছিলেন আছেন থাকবেন ,যাঁদেরকে শুনে শুনে আমরা বেঁচে থাকি , বেঁচে উঠি এই দমবন্ধ জীবনের যাঁতাকল থেকে । আমি গানের কিচ্ছু বুঝি না,বড় বড় শিল্পীদের জীবন কাহিনী ও জানি না, জানি না আমার সবচেয়ে প্রিয় গানগুলির সৃষ্টির ইতিহাস ও, জানি না সুর তাল লয় কি....  কিন্তু, জানি একটা কথাই গান ভালবাসতাম, স্বপ্ন দেখতাম গান নিয়ে। আজ হারিয়েছি সবই... তবু আমার সকল অজ্ঞতা, তুচ্ছতা ও পাগলামী নিয়ে....আজো গান ভালবাসি । জানি না কোন ধরনের গান বা কোন শিল্পী আমার সবচেয়ে প্রিয় । সত্যি কথা বলতেআমি যখন যাঁকে শুনি মনে হয় তাঁকেই সবচেয়ে ভালবাসি । কিন্তু একটা ব্যাপার আপনাকে আলাদা করে দিল সবার থেকে.... আপনার কন্ঠ, আপনার উচ্চারণ, আপনার সুর,আপনার স্বর, আপনার গায়কী, আপনার গভীরতা.... এই সব গুলো যখন একসাথে তান ধরে তাকে আমি "স্বপ্ন" বলি, তাকেই বোধহয় স্বপ্ন বলে।  YOUR VOICE AND SINGING ARE THE RARE COMBNATIONS OF DEAPTH, MELODY, VERSATALITY PASSON AND GENTLENESS....A VERY RARELY TRUELY...HONEST VOICE AND SINGING....IMPOSSIBLE TO DESCRIBE.... জানি না কিভাবে বোঝাব, যে ঠিক কি অনুভুতি হয় আপনার গাওয়া গান শুনলে! তা হোক সে রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বা যা কিছু .... শুধু নিজেকে হারাই.... আমি এই রাতে শুধু তার কথাই বলতে চাই.... আজকাল অসাধারণ শব্দটাকে সবাই যত্রতত্রব্যবহার করে অতি সাধারণ করে দেওয়া হয়েছে। তবু বলব, আপনি অ- সাধারণ , সত্যিকারের অসাধারণ । আপনি খুব ভাল থাকুন, খুব সুস্থ থাকুন, দিয়ে মন দিয়ে প্রাণ খুব গান গেয়ে যান... শুধু গান গেয়ে যান। আপনারা যে ঈশ্বরের আশীর্বাদ !  মাপ করবেন ছোট মুখে এত কথা বলার জন্য।  আপনাকে আমার শ্রদ্ধা জানাই।  প্রণাম নেবেন...জানি না কি বলে সম্বোধন করব... I AM NOT OBSSESED...RATHER BLESSED..THAT CAN HEAR U..... 



Monday 14 April 2014

শুভনববর্ষ

যাহা কিছু পুরাতন যা কিছু জীর্ণ
সময়ের কালস্রোতে হয়েছে তা শীর্ণ

সময় সেজেছে আজ নব আভরণে
নবীনের সমারোহ বৈশাখী জাগরণে

গ্রীষ্মের ডাক শুনি উষ্ণতা স্পর্শে
পুড়িয়ে পুরনো বিষাদ জাগি নব হর্ষে 

জীবন আজ চলমান নব উৎকর্ষে
তোমাদের শুভ কামি শুভনববর্ষে ......



Anyone n everybody who is going through my this post, I wish A very happy and properous Bangla শুভনববর্ষ (Bengali Happy New Year) to them.




Photo: M.C.

Friday 11 April 2014

হার

ঠিক ভেঙে যায়, গুঁড়িয়ে যায়
নির্ভুলভাবে

একটার পর একটা সাঁকো
বারবার ভেঙে পড়ে

যখনই যেটার দিকে তাকাই
বা, আমার হাত আঁকড়ে ধরে
ঠিক ভেঙে পড়ে

খরকূটো জীবন
শূন্য মুঠো আর মন
যেদিকে তাকায়
সাগর শুকায়

জোরে ধরে রাখি
সেই স্মৃতির পড়ে থাকা বাকি
তবু আছড়ে পড়ে,
নিজেকে হারায়

বিষ ভেজা আঁখি
তাই মেলে দেখি
ঠিক ভেঙে পড়ে
সব ভেঙে যায়... 

Tuesday 8 April 2014

কমিনেরা

কমিন রা জোট বাঁধতেই পারে
তাতে দুঃখের কিছু নাই
একদিন হয়ত তোমার কাছেই
নিয়েছিল তারা ঠাঁই

হয়ত কেউ পুরনো অতি
কেউ বা এসেছে পরে
মিলটা শুধু একটা জায়গায়
মুখোশটা ছিলো পরে

সহজ সরল মনটাকে
ধরে নিয়ে বোকা
খুবলে নিয়ে হৃদয়টাকে
দিয়েছে ফেরত ধোঁকা

বোঝেনি বোকা বোঝে সবই
মায়ায় মনটা ভারী
তাড়াতে চেয়েও মায়ার বলে
দেয় নি কখনও আড়ি

তাই তো তারা তোমার মাঝেই
খুঁজল যত খোঁট
বেইমানির রঙ্গমঞ্চে
পিশাচরা একজোট

জানি জানি আজ পর্যন্ত
যখন হয়ে গেল এত কিছু
হলদে কাগজে স্মৃতির পাতা
নিচ্ছে তোমার পিছু

আজও তুমি খুশীর পল
ভাব চোখের জলে
স্মৃতির পাতা যে রক্তাক্ত
ভুললে কি আর চলে

হাসির ক্ষণ আসলে মনে
আজও হেসে ফেল
হাসতে হাসতে কান্না আসে
স্মৃতিরা সব খেলো

খেলো সব ফালতু সব
শয়তানের অনুচর
সতের সান্নিধ্যে আটকায় দম
তাদের অষ্টপ্রহর

তাই তারা একজোট
পাপীদের মোর্চা
নারকীয় চিন্তাভাবনা
করে চলে খরচা

পোকাগুলো বিষাক্ত অতি
জন্ম বিষ ছড়াবে বলে
তুমিই বা তাদের হাতেই
কেন নিজেকে তুলে দিলে

নোংরারা জোট বাঁধবেই
তোমার যোগ্য নয় তারা
গেলে গেছে আপদ গেছে
কেটেছে মস্ত ফাঁড়া

Monday 7 April 2014

কুয়া

যত বেশীই দাও না কেন
ততই লাগে কম
নিঃশ্বাসটুকু নিংড়ে দিয়ে
আটকে আসে দম

পরকে দোষ দিতে গেলে
অনেক মুখই ভাসে
একান্ত আপনেরাও
ভীড় করে চারিপাশে

জীবন কালো মরণকুয়া
প্রাণটা দাও ঢেলে
ভুলেও ঝুঁকে দেখতে যেও না
কতটা তুমি দিলে

কষ্ট ত্যাগ আর স্বার্থই নয়
তোমাকেও নেবে টেনে
তোমার কাছেই সব পাওয়া যায়
তার লোভটা গেছে জেনে

সংসারকূপ অন্ধ গহিন
সর্বগ্রাসী তার খাই
মন্বন্তরের ক্ষুধা যে তার
তল মিলে না তাই ...................

Saturday 5 April 2014

অবিক্রীত

জীবনে এই চলার পথে কে থাকবে কার সাথে
কে জানে কে ধরবে কার হাত
আজকে আছি কাছাকাছি অন্তর্জালে পাশাপাশি
থাকছি দিনে জাগছি তাই রাত

দেখেছি মানুষের সমুদ্রে মুখোশের ভীড়
বাহ্যিক মন ওরফে শরীর
দুদিনের চেনাশোনা দুদিনের কথা
দুদিনেই দুর্বিসহ দুরহ মাথাব্যথা

হাসি দিয়ে খুশি নিয়ে বন্ধুত্ব শুরু
আসলের মুখ ঢাকা বর্মটা পুরূ
মুখে হাসি বুকে বিষ কান ঝালাপালা
মনে মনে বলে আপদ জুটেছে শালা

ক্ষণিকের মিলমিশ সপ্তাহে বিস্তার
গালভরা কথকতা নাটকটা সস্তার
ধীরে ধীরে বাড়ে রাত রং তার কালো
ধরা পড়ে খাঁটি কার কতটাই জলো

বিশ্বাস মানে হার প্রতি পদে পদে
তার চে ফেরা ভাল পরিচিত পথে
বুনোপাখি উড়ে যাক যোজনের দূরে
বেচব না বন্ধুত্ব ওজনের দরে

...............................
PHOTO: MY PHOOGRAPHY,
SHADWO OF MY SKECH