ঠিক ভেঙে যায়, গুঁড়িয়ে যায় 
নির্ভুলভাবে 
একটার পর একটা সাঁকো 
বারবার ভেঙে পড়ে 
যখনই যেটার দিকে তাকাই 
বা, আমার হাত আঁকড়ে ধরে 
ঠিক ভেঙে পড়ে 
খরকূটো জীবন 
শূন্য মুঠো আর মন 
যেদিকে তাকায় 
সাগর শুকায় 
জোরে ধরে রাখি 
সেই স্মৃতির পড়ে থাকা বাকি 
তবু আছড়ে পড়ে, 
নিজেকে হারায় 
বিষ ভেজা আঁখি 
তাই মেলে দেখি 
ঠিক ভেঙে পড়ে
সব ভেঙে যায়...  
 
  
No comments:
Post a Comment