কমিন রা জোট বাঁধতেই পারে 
তাতে দুঃখের কিছু নাই 
একদিন হয়ত তোমার কাছেই 
নিয়েছিল তারা ঠাঁই 
হয়ত কেউ পুরনো অতি 
কেউ বা এসেছে পরে 
মিলটা শুধু একটা জায়গায় 
মুখোশটা ছিলো পরে 
সহজ সরল মনটাকে 
ধরে নিয়ে বোকা 
খুবলে নিয়ে হৃদয়টাকে 
দিয়েছে ফেরত ধোঁকা 
বোঝেনি বোকা বোঝে সবই 
মায়ায় মনটা ভারী 
তাড়াতে চেয়েও মায়ার বলে 
দেয় নি কখনও আড়ি 
তাই তো তারা তোমার মাঝেই 
খুঁজল যত খোঁট 
বেইমানির রঙ্গমঞ্চে 
পিশাচরা একজোট 
জানি জানি আজ পর্যন্ত 
যখন হয়ে গেল এত কিছু 
হলদে কাগজে স্মৃতির পাতা 
নিচ্ছে তোমার পিছু 
আজও তুমি খুশীর পল 
ভাব চোখের জলে 
স্মৃতির পাতা যে রক্তাক্ত 
ভুললে কি আর চলে 
হাসির ক্ষণ আসলে মনে 
আজও হেসে ফেল 
হাসতে হাসতে কান্না আসে 
স্মৃতিরা সব খেলো 
খেলো সব ফালতু সব 
শয়তানের অনুচর 
সতের সান্নিধ্যে আটকায় দম 
তাদের অষ্টপ্রহর 
তাই তারা একজোট 
পাপীদের মোর্চা 
নারকীয় চিন্তাভাবনা 
করে চলে খরচা 
পোকাগুলো বিষাক্ত অতি 
জন্ম বিষ ছড়াবে বলে 
তুমিই বা তাদের হাতেই 
কেন নিজেকে তুলে দিলে 
নোংরারা জোট বাঁধবেই 
তোমার যোগ্য নয় তারা 
গেলে গেছে আপদ গেছে 
কেটেছে মস্ত ফাঁড়া 
 
No comments:
Post a Comment