Monday 7 April 2014

কুয়া

যত বেশীই দাও না কেন
ততই লাগে কম
নিঃশ্বাসটুকু নিংড়ে দিয়ে
আটকে আসে দম

পরকে দোষ দিতে গেলে
অনেক মুখই ভাসে
একান্ত আপনেরাও
ভীড় করে চারিপাশে

জীবন কালো মরণকুয়া
প্রাণটা দাও ঢেলে
ভুলেও ঝুঁকে দেখতে যেও না
কতটা তুমি দিলে

কষ্ট ত্যাগ আর স্বার্থই নয়
তোমাকেও নেবে টেনে
তোমার কাছেই সব পাওয়া যায়
তার লোভটা গেছে জেনে

সংসারকূপ অন্ধ গহিন
সর্বগ্রাসী তার খাই
মন্বন্তরের ক্ষুধা যে তার
তল মিলে না তাই ...................

No comments:

Post a Comment