Saturday 5 April 2014

অবিক্রীত

জীবনে এই চলার পথে কে থাকবে কার সাথে
কে জানে কে ধরবে কার হাত
আজকে আছি কাছাকাছি অন্তর্জালে পাশাপাশি
থাকছি দিনে জাগছি তাই রাত

দেখেছি মানুষের সমুদ্রে মুখোশের ভীড়
বাহ্যিক মন ওরফে শরীর
দুদিনের চেনাশোনা দুদিনের কথা
দুদিনেই দুর্বিসহ দুরহ মাথাব্যথা

হাসি দিয়ে খুশি নিয়ে বন্ধুত্ব শুরু
আসলের মুখ ঢাকা বর্মটা পুরূ
মুখে হাসি বুকে বিষ কান ঝালাপালা
মনে মনে বলে আপদ জুটেছে শালা

ক্ষণিকের মিলমিশ সপ্তাহে বিস্তার
গালভরা কথকতা নাটকটা সস্তার
ধীরে ধীরে বাড়ে রাত রং তার কালো
ধরা পড়ে খাঁটি কার কতটাই জলো

বিশ্বাস মানে হার প্রতি পদে পদে
তার চে ফেরা ভাল পরিচিত পথে
বুনোপাখি উড়ে যাক যোজনের দূরে
বেচব না বন্ধুত্ব ওজনের দরে

...............................
PHOTO: MY PHOOGRAPHY,
SHADWO OF MY SKECH

No comments:

Post a Comment