Wednesday 30 April 2014

সুখ বেঁচে থাক

কখনও মনে হয় একবার যাই তোর দেশে
তোর মেঘের ছোট্ট ভেলায় ভেসে
কখনও মনে হয় ডাকি আরও একবার
ঘন নীল হাওয়ায় কাটব সাঁতার

চটকটা ভাঙলে যেই জেগে উঠি
দেখি ঝড়ো হাওয়া গেছে মোরে লুটি
এলোমেলো ভেঙে পড়া চেনা চারিধার
অচেনা আয়তন অকূল পাথার
পরিচিত সুর গান বড় তানহীন
কলজেটা নিরেট আর যেন প্রাণহীন

চেনা তুই চেনা আমি সেই পৃথিবী
ধূপকাঠি ফুলমালা দেয়ালে ছবি
নদীটা শুকিয়ে আজ মরেছে চরে
তীরে তার ছিল ঘাস শিশিরের ভোরে
চারদিকে মরু তার বুকে ধূলোঝড়
শয়ে শয়ে মরীচিকা বুকের ভিতর

সবকিছু হলো জানা জানাশোনা শেষে
বাস্তবের উপহাস উলঙ্গবেশে
হেলাফেলা জীবনের রুধিরে আঁখি
জুয়া খেলে এ মনের সবটাই ফাঁকি
কাঁটাতার চোখেমুখে জীবনের বাঁক
সুখী হোক সুখ তবু... সুখ বেঁচে থাক।

No comments:

Post a Comment