Friday, 27 December 2013

ইচ্ছেডানার জন্যে

ইচ্ছেডানা তারও ছিল যেমন আছে আমার।
নীল সীমানায় বিলীন হ'ব; ইচ্ছে নেই নামার॥

ইচ্ছে আমার ইচ্ছে তোমার ইচ্ছে বুকের মাঝে
স্বপ্নসুখে মেলছে ডানা, সকাল থেকে সাঁঝে॥

স্বপ্নগুলো সুপ্ত আজো তবু জাগছে চুপিসাড়ে
সবুজ ঘুড়ি অবুঝ বুঝি নীলের অভিসারে?

জানি জীবন জটিল আমার সবার একই গান,
এবড়ো-খেবড়ো পথটা চলার, ওষ্ঠাগত প্রাণ!

কেউ বা ক্লান্ত অবসন্ন; চোখের জলে হাসে,
কেউ জীবন ধরবে ব'লে ছুটছে উর্ধ্ধশ্বাসে! 

কারো জীবন প্রাচুর্য তার পাঁচমহলা বাড়ি,
তবু কেন কে জানে তার খুশীর সাথে আড়ি?

একবেলা ভাত জোটে যার দিনটা জুড়ে খেটে,
মাথার ঘাম মুখের হাসি মেটায় না তার মোটে

হয়তো কেউ পরের স্বপ্ন সাজায় নিজের চোখে
কেউ স্বপ্ন করছে চুরি মারছে ছুরি বুকে!

ইচ্ছে করে ইচ্ছে দিয়ে কেউ বন্ধুকে দেয় সাথ,
উপহারে জুটছে তার অন্ধ কালো রাত॥

আঁজলা ভরে দিচ্ছে কেউ স্বপ্ন সাগর দান,
লুটছে যেজন সেজন তারে করায় রক্ত-স্নান!

আহত আজ স্বপ্নেরা সব মনের কানায় কানায়,
ভাবছে তবু ভরবে উড়ান ইচ্ছে-পাখির ডানায়।

অনেক রকম মানুষ আর স্বপ্ন হরেক রকম,
কারো স্বপ্ন নতুন কুঁড়ি কারো আবার  জখম।

তবুও স্বপ্ন দেখছি আমরা দেখতে নেই বারণ,
বেঁচে থাকার এটাই কিন্তু আসল সঠিক কারণ।

হাসছি আমরা হাসব তবু নিয়ে হাজার ক্ষত,
ইচ্ছেরা রোজ উঠবে বেঁচে ফিনিক্স পাখির মত॥

-------------------------------------------------

আমাদের শহর শিলচর থেকে 'ইচ্ছেডানা' নামে নতুন একটি ম্যাগাজিন সম্প্রতি প্রকাশিত হচ্ছে, যাকে সবধরনের বিষয়ের ডালি  দিয়ে সাজিয়ে তোলার সুন্দর প্রচেষ্টা করা হয়েছে, যা ব্যক্তিগতভাবে আমার বেশ ভালো লেগেছে। এই ম্যাগাজিনটির মাধ্যমে সব ধরনের পাঠকরা যেমন মনের খোরাক পেতে পারেন, তেমনি স্হানীয় সাধারণ মানুষরাও হয়তো নিজেকে মেলে ধরতে পারবেন নিজেদের নানা ধরনের শিল্প বা কাজের মাধ্যমে, এইটুকু আশা করছি। তাই সবার ইচ্ছে নিয়ে 'ইচ্ছেডানা'র উড়ান সফল হোক, এই শুভেচ্ছা নিয়েই লিখলাম "ইচ্ছেডানার জন্যে"।

(এই কবিতার শিরোনাম অন্য কোন কবির কবিতার নামের সাথে মিলে গেলে সেই ব্যক্তিরা যেন এটা না মনে করেন যে, তাঁদের ব্যবহৃত আইডিয়া বা শব্দ অনুকরণ করা হয়েছে। কারণ, শব্দ বা কল্পনা কখনোই কোন ব্যক্তিবিশেষের মালিকানাধীন বা ক্রীতদাস হতে পারেনা। তবুও আমি এই বিষয়টা পরিষ্কার করে দিলাম, কারণ আজকালকার বুদ্ধিজীবিরা অন্যের ছিদ্রান্বেষণে এত তৃপ্ত হন যে, অন্যের করা প্রত্যেকটি কাজেই তাঁরা তাঁদের বিরুদ্ধে করা কোন না কোন ষড়যন্ত্রের গন্ধই খুঁজে বেড়ান। আজকাল সময়টাই এমন, যেখানে স্বার্থই হয়ে উঠেছে বন্ধুত্বের সংঙা, অকপটে নিঃস্বার্থভাবে বাড়ানো হাতে কোপ বসানোই আধুনিক সমাজের দস্তুর, আর মেকি তোষামোদকারিদের স্হান হয় মাথার উপর। কোন ভাল উদ্দেশ্যে, কাজের উন্নতির জন্যে দেওয়া পরামর্শকেও নাম দেওয়া হয় হিংসার বা কু-সমালোচনার। নিজের গাঁথা অবিন্যস্ত মালাকে যে সুবিন্যস্ত করে সাজিয়ে দেয়, সেই বন্ধুকেই মানুষ বিদ্রুপ করে বাজারে বসে সেই মালাটিই গলায় পড়ে।

সমাজের এই কদর্য রূপ আমার দেখা আছে বলেই, এই হীনমন্যতা ও সন্দেহপ্রবণতায় ডুবে থাকা মনগুলো দেখেছি বলেই আমার "ইচ্ছেডানার জন্যে" এই কথাগুলো বলতে বাধ্য হলাম।)

No comments:

Post a Comment