Tuesday 30 December 2014

তোমার নাম জীবন

আমি তোমাকে ভালবাসি
জানি পাবার কথা নয়
মানতেই হয় মেনেও নিয়েছি
ভেবোনা ভাবতে কষ্ট হয়

শরীরী প্রেম নয় এ তো
তুমি নও হাতের রেখায়
নয় কিছুই উথালপাথাল
প্রথম চোখের দেখায

চিরদিনের রইবে কিনা
লুকোচুরি ফিরায়
নিখুঁতভাবে রাখার আশ
মনের শিরায় শিরায়

অনেক দূরের অচিন পথে
অচেনা অবচেতন
মিলিয়ে দেয় প্রাণগুলোকে
নিয়তি ইচ্ছেমতন

মায়া মায়া ছলাকলা
সবই মায়ার ছল
সকাল রোদ মাখায় হাসি
কখনও চোখের জল

কিসের তরে দেখা কথা
পুরনো সংস্কার
কোন সূত্রে মিলছে মানুষ
দেখা হয় বারবার

এমন কেন হয় বলত
কিসের টানে ফেরা
হারিয়েই যাব যদি
মিলছি কেন মোরা

একটাই রূপ কি শুধু
হয় তবে ভালবাসার
কিছুই কেন রয় না ভবে
স্রোত যাওয়া আসার

ক্লান্ত আমি নিয়ে তোমাদের
নিষ্ঠুরতা অধিক
স্বার্থহীন মনটা আমার
ভালবাসার পথিক

ধরে রাখা নয় কাজটা আমার
সব সময়ের খেলা
এক নিমেষে মাথার মণি
উপড়ে পায়ে ফেলা

অকারণে অনাশ্লেষে
দেখো ভালবেসে
আছি আমি থাকব আমি
রাখলে দিনের শেষে

আকর্ষণ বিকর্ষণ
সবই দেখার ভুল
ঝরে পড়ার নিয়তি তবু
বৃন্ত ফোটায় ফুল

চাইনা আমার গন্ধ রূপ
পাগল সুবাস তার
কুড়িয়ে নেব বইয়ের ভাঁজে
পাপড়ি শুষ্কতার

সূর্য্যাস্তে সঙ্গী রব
আমি তার পাশে
তারা কোথাও রইবেনা
যারা আজকে ভালবাসে

অভিশাপ নয় কালের নীতি
ভাঙাগড়ার খেলা
কাল দেখায় শূন্য মাঠ
আজকে রথের মেলা

বলছি যদি একটু শোন
দেখা হবে বছর বারমাসে
অকারণ কারণেই
থেকো, রেখো নিজের পাশে

স্বার্থহীন কায়াহীন
অকপট মনমায়ায়
পাবে তুমি ঠিক আমাকে
শীতল মাসের ছায়ায়..........

Saturday 29 November 2014

তোর দেশে

আমি আবার তোর শহরে গেছি
জানিস ?
তুই জানিস না।

কোথাও কি মিল আছে
আগের বারের মত?
সেটা আমিও জানিনা।

কখনও ভাবি, বুঝলি?
জীবন না বড্ড এলোমেলো---
কখনও ভারী কখনও জলো।

মন মানে ধূলো একমুঠো
জোয়ারে ভেসে জড়ো
কড়ি খরকুটো

ভাবা ফাঁকি কোনটা কি
মন শুধু জানে
অগোছালো অবাধ্য জীবনের মানে।

এত এত দিয়ে যায়
ফুরোয় না তবু
শূন্য তার কোষাগার
ভাবে না কভু

কতকিছু ঘটে গেলো
তোর আগে পরে
সবই মনে পড়ে আর সবই মনে ধরে

মাথা বলে মনটারে
চল এবার ঘুমাই
পারছি না মন বলে
কাজ আছে তাই

তুই তো জানিস
আমি নিতে পারি কত
তোর দেওয়া আঁচড়ই ত
কত শত শত

বেয়াড়া এ মনটা
খালি হতে হতে
ভরে কেন ওঠে জানিস?
আরো খালি হতে।

আমি বলি মন শোন
আমি খালি হাত
খেয়ালী সে ভেবে বসে
খালি পাঁচসাত

কোথাও আছে বুঝি
আজও দেওয়া বাকী
সব যদি দিয়ে দেই
সে যে পাবে ফাঁকি

জানিনা সত্যিই
কোথায় তার বাস
এমনও নয় যে
তাকে খোঁজার বড় আঁশ

তবু যদি এসে পড়ে
দিতে হবে সাড়া
কাজটি হবে খাঁটি
নয় দায়সারা

সব জানে সব বোঝে
তবু হচ্ছে খরচ
মনটার মোর প্রতি
নেই কো গরজ

জোর করে বেঁধে যদি
খাঁচা দেই তারে
ঝাপটায় ডানাদুটো
পড়ে থাকে মরে

বাঁচামরা দুই ই চাই
অসাধ্য সাধন
দমবন্ধ করে রাখে
জীবন বাঁধন

আর কত দেব বল
তোকে দিয়ে ফাঁকা
মরা শাখে লেগে থাকে
শালিকের পাখা

এই যদি হয় আজ
জীবনের দাবী
কি হবে মনটার একথাই ভাবি

কত আর দেব বল
আর কত বারে
সবই যে থাকে মনে সবই মনে ধরে!

Thursday 27 November 2014

আরো একবার

থাকবে কিনা আমি জানিনা
কি হবে শেষ পর্যন্ত
আমার অভিমান সময়ের অবদান
আর কিছুটা ষড়যন্ত্র

যাওয়া-আসা স্রোতে ভাষা
চলছে বিশ্বময়
জোয়ার ভাটা চোখের বালি
আমার কর্ম নয়

যারা এসে ফিরে গেল
সবই খেলার ছল
পলিজমা নদীর কিছু
শুকিয়ে যাওয়া জল

কোথা থেকে আসছে রোজ
এত খোলা হাওয়া
সঞ্চয় যে আমার শুধু
কেবল আসা যাওয়া

কেমন করে দিচ্ছ এত
কেমন করে পার
কিসের তরে কিসের জোরে
কাড়ছ অনেক তার ও!

বেহিসেবী হিসাব খাতায়
অংক গোজামিল
পাতায় পাতায় কাটাকুটি
ব্যর্থতায় সামিল

আকাশ তুমি হতেই পার
রাখছি না সংশয়
গোধূলিতেও ঝড় যে ওঠে
সে ও তো মিথ্যে নয়

কত আর বলব বল
কিছুই বলার নেই
শুনেছি নাকি মাঝেমাঝেই
হারিয়ে ফেল খেই

কিকরে বুঝবে তুমি
একটুখানি কথা
না ই যদি বুঝতে চাইলে
আমার নীরবতা

********************
মনে পড়ে? বলেই ছিলেম, 
আমার হাতে থাকে কম ই
কথা দিয়ে কথা ফেলে
হারিয়ে গেলে তুমি

.........................................


PHOTO: FROM A GIFT BOX (SUBRATA DAS PHOTOGRAPHY)

Wednesday 5 November 2014

অপার্থিব


নীলপরীটা দেখেছ মা?
সে অভিশপ্ত

কেথার চেন?
সে ও তারই মত।

আমি  তোমার গর্ভে
বেড়েছি সগর্বে
করেছি কেবল ক্ষত

এটা হওয়ার ছিলো
তুমি কষ্ট পেওনা।
অপার্থিব আমি
তোমার পাওনা॥ 

আমি এসেছি কি না
ঠিক জানি না,
ওই নীলহ্রদ থেকে
যেখানে রাস্তা ডাইনীর মত
মিলায় এঁকেবেঁকে

ওখানেই কেউ থাকে
চোখে চোখে রাখে
আমায় হতে দেয় না আমি

বা, হয়তো এটাই আমি
বাসিন্দা.....
জীবন যেখানে অজাগতিক
আমি সেখানকার পথিক

আমি আলাদা অচেনা
অপদেবতার মুখের গ্রাস
খারাপ বাতাস
সর্বনাশ!

তোমার, কারোর না বোঝা।
তার এটাই কারণ
আমি ভয় অন্যধরণ,
বিনাশ

বলার ছিলো তোমায়
অনেক কথা আমার
চিনিয়ে দিতে আমায়
বলা হল না

আঁধার রাত আমি
দুঃস্বপ্নের ফসল
হয়তো কর্মফল
তুমি কষ্ট পেও না।

যুগ যুগ ধরে
আমার চলা ছায়াপথ ধরে
পথটা আমায় ডাকে
হাতছানি দেয়
নিকষ কালো বাঁকে

আমার মুক্তি মৃত্যুঝিলে
কালো প্রজাপতি উড়ছে অনর্গল
আমার বাসী ঠিকানা
কোন বরফপরা রাতে
ডুব দেব তাতে

সবুজ তারাটা
যখন হাসবে চোখ টিপে
জেনো, হারিয়ে গেছি আমি
তখন কষ্ট পেওনা,
হয়তো আসব না॥

Monday 3 November 2014

অ-সম

বন্ধু আমার নাবিক সে
সূর্যোদয়ের দেশের
আমি ফিকে রং আকাশে
হয়ত বেলা শেষের

হাজার রকম স্বপ্ন নিয়ে
সে উত্তুরে হাওয়া
আসমুদ্রহিমাচল
তার নিত্য আসা-যাওয়া

দেখছি তাকে দূর থেকে
কতটুকুই বা জানি
ডাকলে বন্ধু বাড়ায় হাত
এটুকুই মানি

জানে সে অনেককিছু
জানার নানান বোঝা
আমার মাথায় প্রশ্নবোধক
পালক কতক গোঁজা

অজস্র জানতে চাওয়া 
জাহাজ-প্রমাণ বহর
জেরবার করছি রোজ
নিত্য অষ্টপ্রহর

নিঃস্ব আমি,জানার জগৎ
ধূসর যেন মরু
খাপছাড়া বন্ধুত্বে
দুটি পৃথক মেরু

অন্তর্মুখী মন মননে
প্রকাশগুলো চাপা
আমি ঠিক তার বিপরীত
প্রগলভতায় খেপা

রাতদিনের ব্যবধান 
আমার শতেক ভুল
অসম বন্ধুত্বটা
তবুও রোজই নির্ভুল ।




Dedicated to my friend,
Subhadeep Bhattacharjee.




PHOTO:SUBHADEEP BHATTACHARJEE

Thursday 2 October 2014

মা তোমাকে

ওরা কেউ বোঝেনা মা মনহীন সব কায়া
চোখে রঙের আতশবাজি মনমহলে ছায়া

তারাও তোমার আমিও তোমার ফারাক কেন এতো
তিনটি তারায় মেপে নিও দুঃখ আমার যত

ভক্ত নই ভক্তিহীন ক্লান্ত নিশিদিন
শক্তি আমার অনুমাত্র  সে ও তোমার ঋণ

ক্ষুদ্র আমার নিজের জগৎ দুঃখ নিয়ে বাঁচা
দুনিয়াদারীর মোকাবেলায় মন নিছকই কাঁচা

জীর্ণ আমি হৃদয় ক্ষত করছে যে জেরবার
সন্তানরা নিষ্ঠুর সব বিভেদ যত তোমার

কর্মফল হয়তো আমার হয়তো তোমার মায়া
দীপ্ত করে দূর কর সব দীনতা সর্বজয়া॥

Photo: Collected

Saturday 20 September 2014

শব-ভীড়


কিলবিল সব পোকার মত
ঘুণ ধরায়
খুবলে খায়
পৃথিবীর বুকে করে ক্ষত

রোজ তারা সারবাঁধে
খুঁজে বেড়ায়
যে যার মত
অগুন্তি রোজ নামে পথে

কেউ দুটো পাথর খুঁজে
ভাঙবে ব'লে
কেউ বা মূর্তি বানায়
রোজকারটুকু নেয় বুঝে

কেউ দিনশেষে কানাগলি
বাকী চাটুকার
ঘরেবাইরে
মুখোশের গলাগলি

নেকাবোকাদের ঢল
বাঁধানো দাঁত
বিষহাসি
দিনরাত ছল

ছড়িয়ে পড়ে
জীবানু যত
খল বেঁচে থাকা
জীবিকার মত

শহরজুড়ে
শবদের ভীড়।
মানুষ মানে
মাথা আর শরীর॥










Photo: Collected

Saturday 13 September 2014

শেষটুকু

মন ভালোবাসে কেবল ভালোবাসে
অনেকখানি নয় একটুখানির আশে
সাতমহলা বাড়ি নয় ছোট্ট ভাল বাসা
একফালি বাগানঘেরা অনেক দিনের আশা
আলাদিনের প্রদীপ নয় সন্ধ্যাবেলার বাতি
বাতিল করে ইটপাথর তুলসীতলার মাটি

রুদ্ধশ্বাস হাইওয়ে হাইস্পীড শর্টকাট্
কীটের বাসা ফুলফল বন্ধ্যা সবুজ মাঠ
বদলের হওয়ার পাগল দূষণ পোষণ সার
লোভের আমি লোভের তুমি সম্পূর্ণ অসার
বিষের কালো ধোঁয়াশায় ঝাপসা শরীর মন
বিপন্ন আকাশ আমার মেঘলা অনুক্ষণ

অনেকদিন হল জীবন এখন বাসি পুরো
শহরের মেকি মুখোশ নকল গানের সুর ও
দাঁত কেলানো হাসি আর গড্ডালিকার ঢেউ
পালের গোদা নষ্ট রাজা বাদবাকি তার ফেউ
অভিনয় কূটকাচালি স্বার্থবুদ্ধি প্রখর
হাতে হাত মেলায় সবাই লুকিয়ে রাখে নখর

এমনভাবে বাঁচতে যাওয়া আমার চাওয়া নয়
বর্ধিষ্ণু জীবন ভারী হচ্ছে কেবল ক্ষয়
একটুকরো নীল সবুজ শান্ত নদীর পাড়
পাখপাখালি গাছগাছালি মানুষ চাই না আর
শেষ বিকেলে সূর্য পাটে আমি নদীর পাশে
মাটির বুকে পাতব মাথা জোৎস্না তখন কাশে। 

Tuesday 9 September 2014

স্বপ্ন

স্বপ্ন ছিল কাল
ভেঙেছে চুরমার
স্বপ্ন দেখা কাল
অচ্ছুত বারবার
স্বপ্নের রং নীল
বিষের চে' গাঢ়
পেয়ালায় চুমুক
সাধ্য নেই কারো

অনেক দিনের আগে
স্বপ্ন তখন জাগে
রাতজাগা চোখ-তারা
মুক্ত বাঁধনহারা
মাঝরাতে জ্যোত্স্নায়
বসত জানালায়
নীল মেঘের মাঠ
যেন স্বপ্নের পথঘাট
আকাশের ক্যানভাস
তুলোমেঘ ট্রেন বাস

ছুটছে তেপান্তর
স্বপ্বেরই বন্দর
সঙ্গী হাওয়ার বাঁশি
ইচ্ছে রাশি রাশি

হঠাৎ কালো মেঘ!
বাতাস ঘূর্ণিবেগ
মুছে গেল আলো
একনিমেষে কালো

হারিয়েছিল চাঁদ
স্বপ্ন ভাঙার রাত
সবকিছুর পরে
আজো মনে পড়ে
নীল চোখের তারা
স্বপ্ন আপনহারা
আছে জেগে রয়
স্বপ্ন আমার নয়।

Sunday 24 August 2014

প্রতিদ্বন্ধী

আততায়ী ভাগ্য আমি বা সময়
হয়ত আমি নই কারো আর
কেউ আমার নয়

তবু আছি আছে আষ্টেপৃষ্টে
একে অপরকে দেখে একদৃষ্টে
পুরনো আত্মীয়তা বোধহয়

সময়ের মুখ কালো কাপড় বাঁধা
স্বপ্নের চোখ দু'টি সবুজ পাতা
অলক্ষ্যে কেউ দেখে, চুপ রয়

সময় তুই বোকার মত হাসিস
ফাঁকি দিতে বড্ড ভালবাসিস
তোর তো সবকিছুই সয়

তবু তুই শোন একবার
জীবনকে কর যতই জেরবার
তোর মৃত কালো শাখে
নতুন গজায় কোন ফাঁকে
জাগে বিস্ময়
সবুজের হবে হবেই জয়॥

Friday 22 August 2014

P.M's speech on Independence day and Critics: Few words

No sooner had he finished, than the country's so-called elite-bureaucrats started nagging, "PM's speech laked vision, was very disappointing as he neither could draw any clear picture about his foreign policies, woman development issues, nor put focus on his probable upcoming actions and formula implimentations..bla...bla...bla...

Critics, the specialists in their own fields such as honourable senior experienced politicians, eminent columnists may & do criticise, findout loopwholes, because these are the things their intellect actually looks for!

But did they noticed even once, that the captain of the state had put emphasis on common people's basic needs and raising the awareness at grass root level and thousands such indispensible issues?

No, they didn't actually, because they have got so used to in listening talk-shit scripts, that felt suffocated while following the speech that was totally of a different kind.

He said almost nothing about that could satisfy their decades old thought process.

That's why they hardly could smell the essence of his message and his cordial attempt to cure n pour the almost demaged root of our years old outlook and perceptions.

Actually they are afraid of loosing their 70 year's prolonged enjoyed advantages, now are being threatened!

Understanding the day to day struggles, problems & requirements of a worker or a common middle-class or lower middle-class people is not like mere talking about the high-society extra-marital affirs, family scandals in a crispy, spicy novel at all.

Realising the facts of have-nots?? Sophisticated bourgeos.... Not your cup of tea!

Friday 15 August 2014

Swadhinotar Birambona!

'Swadhinota' Khub darun shobdo. Anonder sobdo. Muktir shobdo. Kintu asole manush(nijeke niyei bolchhi) Ki adou kokhono swadhin hote pare ba hote chay?  Desh, rajneeti..somajbad esob to onek boro khetro... kintu doinondin cholar pothe jetuku swadhin amra nijeke rakhte pari..amra ki setukuro kokhono chesta kore dekhechhi? Mone hoy na.

Ei dhora jak aj sokaler kothai. 15th August dintir bisheshotwor jonyo joto na..tar che beshi ekta jabardast chhutir din hisebe sokale uthei sobai rosona tripir soronjam jotate dourechhi bajare. Eke to chhutir din tay bristy tay 15th August Bangalike..pay k! Bajarer sera machh mangso misty bag a niye boro triptir hasi niye amra jokhon aj ghore phirlam..eklohomar jonyeo ki pother dhare bhije kak hoye darano pothsishuti ba footpathe bose thaka sei dustho lokti j na jani jiboner kon jontronay aj nijer sotta nijer porichoy hariye tothakothito sustho "amader" kachhe pagol bolei khyato..tader karo dike duto taka bariye diyechhi...emnki bhalo kore oder ontohsar sunyo deho o dristir dike ektibar takabar moto somoy ba manosikotao amader chhilo? Na. Chhilona. Nijer modhye mosgul amra..nijer lobhe kator..mukhospora bhodro sobai...Nithur sarthpor. To ei j amader khudratikhudro sarthosukher baire amra r kichhu ba karor kotha bhabtei parina...seo kintu bishal bikrito ek poradhinota. Poradhinota nijer sarther kachhe..chhoto ontohkoroner kachhe.. Ei ichchhakrito poradhinota theke amader mukti debe k?

Manush sunechhi nana adhmatyik poth dhore..guru dhore..mondir mosjide giye porkaler jonye mokkholabher poth khoje. Na ami dhormiyo biswas ba Sonaton sanskritir opoman ba birodhita korchhi na...R a amar uddesshyo o noy..tobe kina j jibon dekhini tar jonye amra pujo parban henten koto na kori..koto ahar bihar prosad aswad kori..o korai soboi naki muktir ashay. Are manush(including myself) ja dekhle na..achhe kina janona tar pichhone eto dan punyo khorcha korte paro...r j jibon chhokher samne dhunkchhe tar dike ekta adhuli ber korte gelei tomar mon say dey na...tumi eto poradhin tomar hinomonnyotar kachhe?

Abar jodi onyobhabe dekhi ajkal sostar jug. Bhogoban r tnar kachhe pouchubar potho naki sohoj o sosta. Nana mondir nana songstha banger chhatar moto gore uthchhe roj somajer anachhe kanahe. Tara naki manushke udar hote attik unniti sadhone emonki bhogobaner khub kachhe jete sothik poth dorshan korachchhe. Sunleo hasi pay na bomi pay thik kore uthte parina. Se jai hok se amar hojomer gondogol.

Kintu amar proshno hochchhe etai..j tai jodi hobe tahole eto mondir masjid a giyeo manush keno shanti pachchena. Keu keu abar ghota kore bolen j tnader naki porom attmik unnoti hochhe..emnta naki nijerai ter pan(!) Ta seta jodi meneo ni taholeo proshno othe..j eto unnoto hobar poreo nijer heeno monobhab theke tara keno baire jete parenna. Amar anonde j sobche beshi sukhi hoy amra takei sondeho kori tar hingse niye...ebong sei poth dhore take aghat korteo chharina. Tokhon kothay jay attmik unnoti r tar unnoto sustho chinta dhara? Labh ki holo guru dhore jodi na asol nokol chinte pare? Mondirer shanto poribeshe dhuper gondhe snayur aram k jodi shanti bole djore niye nijeke adhyatmik bhabe unnoto bole gorbo kora jay tahole tomar cheye poradhin r keu nei. Tumi poradhin tomar oggotar kachhe..murkhamir kachhe. Ohonkar e jodi tomay ondho baniye rakhe tobe tumi poradhin sei ondhottwor hate. Guru shikkha taka poysa kichhui tomay swadhin korte parena. Swadhinota keu kauke diteo parena.

Ei j amra nijera jibone onek kichhu na pawar akkhep kori..kothao na kothao amra amader durbol moner kachhe poradhin bole..moner jeernota amader bondi kore rakhchhe r amrao thakchhi. Sekhan theje chhuti k debe amader?

Shilpi..doctor...teacher ba jekhono peshar lok konona konobhabe durnitite joriye porchhe..r system k dosh dichhe. Asole se hoy tar nijer kono khotir bhoy ba kono lobher hate poradhin jake kono system e swadhin korte parbena.

Karo karo nana asokti thake nana bishoye se bhalo mondo jai hok. Asole se kono bishoy ba bostur proti asokto noy..poradhin noy..se asokto ..poradhin tar asokto thakar iccher kachhe.

Emni kore hajarbhabe amra nijei nijeke poradhin kore rakhi r hoy onyer..noy bhagyer..noy system er dosh diye ga bachhai. Asole amra amader swadhin howar manosikota tai hariye felechhi.. Swadhinota olik noy achhe amader nijer modhyei..sudhu amra ekta osukhe bhugchhi....r bhugchhe amader swadhinota due to..."lack of accomodation in soul."

Amra gotbadha poradhin britte swas nitei beshi obhosto hoye porechhi...Swadhin hobo amra? Delhi onek dur.......!

Thursday 14 August 2014

Let's Move On...

P.M. addresses the Nation as well as the world, "Come, make in India" We wanna hear, "Made in India" Emphasizes on "Zero defect, zero effect" technology"....

A different kind of P.M's speech on 15th August , I ever followed. Thousands thoughts of awareness & effectivesness having strong practical and indispensable values are being expressed. Not mere a lengthy boring so-called "promising" speech, he is calling the Nation to awake & take the very first little effective step for the development of India.

He is not making any promises which may be kept undone, He is demanding us to start doing things ourselves for our development.

But, we the people of India, shall we respond, infact do we even the minimum mental courage and ability for the same as we are used to keeping things undone, always seeking for puny self-interests, leading a lazy and irresponsible lifestyle as careless citizens??

We can't and shouln't blame the P.M....now the time to do something ourselves.....to move atleast!

JAY HIND

তবু স্বাধীনতা

স্বাধীনতা এসেছিল
অন্ধকার রাতে
কাঁটাতারের বেড়া
অঙ্গে নিয়ে সাথে।

অপূর্ণ স্বরাষ্ট্রজয়
  ভেদ-ভিতে গড়া
নদীর বুকে জমল পলি
মায়ের বুকে খরা।

মায়ের শিকল খুলতে গিয়ে
কত গেল মরে
বিকিকিনি হলো কত
আগে কিংবা পরে

মাটি চাপা রক্ত জমাট
সবুজ ঘাসের ক্ষেতে
হাজার মায়ের আঁচল খালি
স্বাধীনতা পেতে

মুক্তি দিল মা'কে যারা
শহীদ সারি সারি
জানত না দালালরা
করবে কাড়াকাড়ি

সেই থেকে চলছে আজো
অসাধু কারবার
দেশ নিয়ে ব্যাবসাদারী
সাধারণ জেরবার

সব রাজা রাবণ যথা
দেশ পোড়া লঙ্কা
মরছে চাষি রোজ উপোসী
উন্নতি লবডংকা

তবু সাধের দেশ আমাদের
স্বপ্ন তাকে নিয়ে
একদিন ফিরবে দিন
তাই চলছি মানিয়ে

একদিন আনবে সকাল
সূর্য নতুন সোনার
স্বাধীনতা আছে তবু
স্বপ্নটুকু বোনার ।

দুঃখ কষ্ট বুকে চাপা
হরেক রকম কথা
এইটুকুই আশ যে তবু
আছে স্বাধীনতা ॥

Wednesday 13 August 2014

The Auspicious

If You could see You; through my eyes, You could feel a happy Sunrise!

You could find You best & fare;
How things touches & make me scare!

All in You makes me feel,
Full of enthu; filled with zeal!

You think things different way;
Makes You freak, sometimes may

But, ask me once; how they blink,
They meant to me meat & drink!

Goods are huge bads are few;
Ever You fresh a new drop dew,

May all dreams always run,
Touch the peak; sing with fun!

Wednesday 23 July 2014

নীড়

জমিয়ে ছিলাম জানি
খরকূটো জামদানি
এবাড়ি ওবাড়ি হয়ে
বাতাসের পিঠ বেয়ে
কখনও জীর্ণ শাখে
তৃণ বেঁধেছি পাখে

সঞ্চয় হলে সারা
খুশীতে পাগলপারা
কিছু শুকনো ঘাস
ঘর বাঁধার রাশ
কায়দা নিচ্ছি চিনে
কিকরে সব বোনে

পারিনি অতশত
বাবুই পাখির মত
তবু নিয়েছি গড়ে
নিজের মতন করে
যখন একটু বাকি
দেখি কালবৈশাখী

ঝড়ের দাপটে লুটি
কুড়েঘর কুটিকুটি
ভালোই হল বটে
যোগ্য নই মোটে
জমিহীন জমিদারি
বিষম বলিহারি

আজও চোখে পড়ে
কিছু চিহ্ন আছে পড়ে
ঘর কি সবার সয়
আমার কম্ম নয়
সেই যে পাখির ঘর
অগোছালো অতঃপর...

Friday 18 July 2014

Saturday 5 July 2014

সমাজবাজার

আর কত বিক্রি হবে নারী তোমার সত্তা 
তোমার দাম ওজনদরে চলছে বিক্রি-বাট্টা  

কেনা বেচা চলছে রোজ বিকৃত সমাজে 
বাপ তোমায় খাচ্ছে বেচে বহুবিবাহের লাজে 

সন্তানাদি পোকামাকড় হাজার কুড়ি গন্ডা 
ঢাকতে অভাব বেচছে বাপ নিচ্ছে দালাল গুন্ডা

দেশের নাকি অর্থনীতি দুর্বলতায় কাঁদে
রপ্তানি তাই ত নারী কানাগলির ফাঁদে

ভাগাড়ের দালাল সব দিচ্ছে মাকে ভোগে
নেতামন্ত্রী নীরব অতি 'ধৃত-রাষ্ট্র' রোগে

বৈদ্যুতিন মনোরঞ্জন দেশের ঘরে ঘরে
নিষিদ্ধ রঙিন বাতাস নিচ্ছে শ্বাস জোরে

সস্তা পন্য নারী মাংস মধ্যযুগের থাবা
সর্বত্র সহজলভ্য পথের পাশে ধাবা

বাতাস ঝড়ো ভয়াবহ বিষাক্ত তার কালি
বুদ্ধিজীবি হিজড়েরা সব মারছে হাতে তালি

তীব্র বেগে ছুটছে সমাজ লক্ষ্য রসাতল
পুরো সমাজ করবে গ্রাস পাপের রোষানল

এভাবেই চললে দিন রইবে না দূর বাকি 
কাদায় পড়ে গোটা সমাজ করবে মাখামাখি

যেটুকু আড়াল আজো রক্ষাকবচ তার
একবার হারায় যদি সব একাক্কার

অন্ধ সেজে সুখী সব শিক্ষিত সমাজ
গা বাঁচিয়ে থাকছ কাল পড়বে মাথায় বাজ

লোভটা এবার একটু কমাও থাকবে তবু সুখে
মা-বোনের রক্ত আর কত মাখবে চোখে মুখে!!?

মন্ত্রী-সান্ত্রী সাধারণ লজ্জা কারো নাই
জিহ্বা লোল নিজের হাতে মাখছে মুখে ছাই

কৃত্রিমতার চাদর পেতে সাজায় কালো বাজার
গুদামে পচছে চাল বাইরে গরীব হাজার

লংকা গেলে সবাই রাবণ পেশায় মাতব্বর
মনুষ্যত্বের গালে রোজ কষাচ্ছে থাপ্পর

লোভ তাদের রন্ধ্রে রন্ধ্রে মুখে পড়ে না ছাপ
রক্ত যাদের শিরায় শিরায় হাইপ্রোফাইল পাপ

দেশের সুদিন আনবে কারা কল্পনার অতীত
কাদের তৈরী ভ্রষ্টাচারে কল্পনারা পতিত!

সন্ধ্যা নামলে সীমান্তে বিকিকিনি শুরু
একটি নারী ওদিকে যায় এদিকে দশটি গরু!


Tuesday 24 June 2014

My Sky...In My eyes...


Ajob ei megher desh
Kolponar nai ko sesh
Pakhi bole singhore
Chol sommukhsomore.... 

Monday 9 June 2014

আজ গ্রীষ্ম

  Aj Joishter ei sondhyay aro ekbar notun kore onubhob korchi Grismoke....

এসেছে গ্রীষ্ম রুদ্রবেশে দৃষ্টি দারুণ রবির

ঋতু যেন নবীন যুবা হৃদয়ে আগুন নবীর

পরাজিত জরা অবসাদহীন উষ্ণ আবাহনে

দিবারাত্রি দেহমনে সে তীব্র কটাক্ষ হানে

বীর সে ক্রোধী রক্তিমানন উগ্র তার মায়া

দিবাবসানে মরুৎ যেন শীতল প্রেমের ছায়া

তপ্তপ্রাণে পাগল হাওয়া অনুরাগী সে দামাল

মনকে ওড়ায় অচিন দেশে যায় না তাকে সামাল

গ্রীষ্ম শিল্পী অষ্টপ্রহর বাজায় রুদ্রবীণা

নিখিল প্রখর নিষ্ঠুরতায় পৃথা বর্ষাহীনা

প্রিয় ঋতু গ্রীষ্ম আমার তীব্রতার প্রতীক

বর্ষা হোক বা শীত বসন্ত গ্রীষ্ম চরম প্রেমিক ॥ 

                                              

                                                🖋মহুয়া




"Summer is Cool!"

Monday 19 May 2014

How I Look At The Sky

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবরণে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ দিও তোমার মালা খানি বাউল এর এই মন টা রে

Friday 16 May 2014

অচেনা সময়

সে সময় হারায়ে গেছে দূরের দেশে
চেনা পথ মাড়িয়ে কোন অচিন বেশে
আমার কাছে রইল ভাঙা ডিঙি খানি
একসাথে আর বাইব না এটুক জানি
অনেক গান বাঁধার ছিল রইল পড়ে
খেলাঘর ছাই হয়ে আজ ধোঁয়ায় ওড়ে
চেনা রং অচিন কেবল ধূসর আকাশ
আজকে আর ফিরে যাবার নেই অবকাশ
একটু চেনা খুঁজেছিলাম তন্নতন্ন
বারুদগন্ধ বাতাসে তার নেই চিহ্ন
বিন্দুমাত্র পাইনা আর সেই সময়কে
সে আজ অপরিচিত অন্য ছকে

Thursday 8 May 2014

Dream...or Illusion!

অদ্ভুত দেখলাম স্বপ্নটা
এই ভোরের রাতে ...

এখনও স্পষ্ট তীব্র সে
অনুভবের হাতে ...

কি আর ক্ষতি হত এমন ...
যদি স্বপ্ন সত্যি হ'ত
কি আর ক্ষতি হত
কারো
যদি স্বপ্ন সত্যি আমার হত .....






Wanted to click d darkness. And the resolution also became absolutely dark.. then I imposed some experiments(!) :-)

Wednesday 30 April 2014

সুখ বেঁচে থাক

কখনও মনে হয় একবার যাই তোর দেশে
তোর মেঘের ছোট্ট ভেলায় ভেসে
কখনও মনে হয় ডাকি আরও একবার
ঘন নীল হাওয়ায় কাটব সাঁতার

চটকটা ভাঙলে যেই জেগে উঠি
দেখি ঝড়ো হাওয়া গেছে মোরে লুটি
এলোমেলো ভেঙে পড়া চেনা চারিধার
অচেনা আয়তন অকূল পাথার
পরিচিত সুর গান বড় তানহীন
কলজেটা নিরেট আর যেন প্রাণহীন

চেনা তুই চেনা আমি সেই পৃথিবী
ধূপকাঠি ফুলমালা দেয়ালে ছবি
নদীটা শুকিয়ে আজ মরেছে চরে
তীরে তার ছিল ঘাস শিশিরের ভোরে
চারদিকে মরু তার বুকে ধূলোঝড়
শয়ে শয়ে মরীচিকা বুকের ভিতর

সবকিছু হলো জানা জানাশোনা শেষে
বাস্তবের উপহাস উলঙ্গবেশে
হেলাফেলা জীবনের রুধিরে আঁখি
জুয়া খেলে এ মনের সবটাই ফাঁকি
কাঁটাতার চোখেমুখে জীবনের বাঁক
সুখী হোক সুখ তবু... সুখ বেঁচে থাক।

Wednesday 23 April 2014

Tui Buker Bhitor

Mon pakhi tor ekti gan
Sonas diner sheshe...
Nodir kachhe asbe se gan
Surer bhelay bhese.....
......surer bhelay bhese......



Thursday 17 April 2014

The name.... SRIKANTO ACHARJYA ; AN IMAGINARY LETTER TO HIM | যদি বলি, আপনাকে চিঠি লিখছি

শুভ নববর্ষ ..... কি বলে সম্বোধন করব আপনাকে, স্যার, দাদা না আকাশভরা সূর্য্যতারা...নাকি শুধুই নদীর ছবি! আমি শুধু জানি আপনি মানে চূড়ান্ত! চূড়ান্ত মুগ্ধতার পরিপূর্ণ পরিপাটি, একই সঙ্গে একই মূহুর্তে স্বপ্নময়তা, প্রাণের জোয়ার ও মাদকতার আবেশ। আপনার কন্ঠের মাধুর্য্য, গাম্ভীর্য্য, লালিত্য যুগপৎভাবে যে গভীর ব্যঞ্জনার সৃষ্টি করে, তা মনে ও মাথায় ছেয়ে থাকে এক একটি দশক ধরে। এ আমার মত নিতান্তই ক্ষুদ্র,তুচ্ছ একটি মানুষের একান্ত অভিজ্ঞতা।  দুঃসাহস করে কথাগুলো আপনার কাছে প্রকাশ করলাম,করতে বাধ্য হলাম.... কারণ, এই কথাগুলো পোষণ করছি মনের গহনে অনেকগুলো বছর ধরে .....  আমাদের দেশের অনেক অনেক নক্ষত্র ছিলেন আছেন থাকবেন ,যাঁদেরকে শুনে শুনে আমরা বেঁচে থাকি , বেঁচে উঠি এই দমবন্ধ জীবনের যাঁতাকল থেকে । আমি গানের কিচ্ছু বুঝি না,বড় বড় শিল্পীদের জীবন কাহিনী ও জানি না, জানি না আমার সবচেয়ে প্রিয় গানগুলির সৃষ্টির ইতিহাস ও, জানি না সুর তাল লয় কি....  কিন্তু, জানি একটা কথাই গান ভালবাসতাম, স্বপ্ন দেখতাম গান নিয়ে। আজ হারিয়েছি সবই... তবু আমার সকল অজ্ঞতা, তুচ্ছতা ও পাগলামী নিয়ে....আজো গান ভালবাসি । জানি না কোন ধরনের গান বা কোন শিল্পী আমার সবচেয়ে প্রিয় । সত্যি কথা বলতেআমি যখন যাঁকে শুনি মনে হয় তাঁকেই সবচেয়ে ভালবাসি । কিন্তু একটা ব্যাপার আপনাকে আলাদা করে দিল সবার থেকে.... আপনার কন্ঠ, আপনার উচ্চারণ, আপনার সুর,আপনার স্বর, আপনার গায়কী, আপনার গভীরতা.... এই সব গুলো যখন একসাথে তান ধরে তাকে আমি "স্বপ্ন" বলি, তাকেই বোধহয় স্বপ্ন বলে।  YOUR VOICE AND SINGING ARE THE RARE COMBNATIONS OF DEAPTH, MELODY, VERSATALITY PASSON AND GENTLENESS....A VERY RARELY TRUELY...HONEST VOICE AND SINGING....IMPOSSIBLE TO DESCRIBE.... জানি না কিভাবে বোঝাব, যে ঠিক কি অনুভুতি হয় আপনার গাওয়া গান শুনলে! তা হোক সে রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বা যা কিছু .... শুধু নিজেকে হারাই.... আমি এই রাতে শুধু তার কথাই বলতে চাই.... আজকাল অসাধারণ শব্দটাকে সবাই যত্রতত্রব্যবহার করে অতি সাধারণ করে দেওয়া হয়েছে। তবু বলব, আপনি অ- সাধারণ , সত্যিকারের অসাধারণ । আপনি খুব ভাল থাকুন, খুব সুস্থ থাকুন, দিয়ে মন দিয়ে প্রাণ খুব গান গেয়ে যান... শুধু গান গেয়ে যান। আপনারা যে ঈশ্বরের আশীর্বাদ !  মাপ করবেন ছোট মুখে এত কথা বলার জন্য।  আপনাকে আমার শ্রদ্ধা জানাই।  প্রণাম নেবেন...জানি না কি বলে সম্বোধন করব... I AM NOT OBSSESED...RATHER BLESSED..THAT CAN HEAR U..... 



Monday 14 April 2014

শুভনববর্ষ

যাহা কিছু পুরাতন যা কিছু জীর্ণ
সময়ের কালস্রোতে হয়েছে তা শীর্ণ

সময় সেজেছে আজ নব আভরণে
নবীনের সমারোহ বৈশাখী জাগরণে

গ্রীষ্মের ডাক শুনি উষ্ণতা স্পর্শে
পুড়িয়ে পুরনো বিষাদ জাগি নব হর্ষে 

জীবন আজ চলমান নব উৎকর্ষে
তোমাদের শুভ কামি শুভনববর্ষে ......



Anyone n everybody who is going through my this post, I wish A very happy and properous Bangla শুভনববর্ষ (Bengali Happy New Year) to them.




Photo: M.C.

Friday 11 April 2014

হার

ঠিক ভেঙে যায়, গুঁড়িয়ে যায়
নির্ভুলভাবে

একটার পর একটা সাঁকো
বারবার ভেঙে পড়ে

যখনই যেটার দিকে তাকাই
বা, আমার হাত আঁকড়ে ধরে
ঠিক ভেঙে পড়ে

খরকূটো জীবন
শূন্য মুঠো আর মন
যেদিকে তাকায়
সাগর শুকায়

জোরে ধরে রাখি
সেই স্মৃতির পড়ে থাকা বাকি
তবু আছড়ে পড়ে,
নিজেকে হারায়

বিষ ভেজা আঁখি
তাই মেলে দেখি
ঠিক ভেঙে পড়ে
সব ভেঙে যায়... 

Tuesday 8 April 2014

কমিনেরা

কমিন রা জোট বাঁধতেই পারে
তাতে দুঃখের কিছু নাই
একদিন হয়ত তোমার কাছেই
নিয়েছিল তারা ঠাঁই

হয়ত কেউ পুরনো অতি
কেউ বা এসেছে পরে
মিলটা শুধু একটা জায়গায়
মুখোশটা ছিলো পরে

সহজ সরল মনটাকে
ধরে নিয়ে বোকা
খুবলে নিয়ে হৃদয়টাকে
দিয়েছে ফেরত ধোঁকা

বোঝেনি বোকা বোঝে সবই
মায়ায় মনটা ভারী
তাড়াতে চেয়েও মায়ার বলে
দেয় নি কখনও আড়ি

তাই তো তারা তোমার মাঝেই
খুঁজল যত খোঁট
বেইমানির রঙ্গমঞ্চে
পিশাচরা একজোট

জানি জানি আজ পর্যন্ত
যখন হয়ে গেল এত কিছু
হলদে কাগজে স্মৃতির পাতা
নিচ্ছে তোমার পিছু

আজও তুমি খুশীর পল
ভাব চোখের জলে
স্মৃতির পাতা যে রক্তাক্ত
ভুললে কি আর চলে

হাসির ক্ষণ আসলে মনে
আজও হেসে ফেল
হাসতে হাসতে কান্না আসে
স্মৃতিরা সব খেলো

খেলো সব ফালতু সব
শয়তানের অনুচর
সতের সান্নিধ্যে আটকায় দম
তাদের অষ্টপ্রহর

তাই তারা একজোট
পাপীদের মোর্চা
নারকীয় চিন্তাভাবনা
করে চলে খরচা

পোকাগুলো বিষাক্ত অতি
জন্ম বিষ ছড়াবে বলে
তুমিই বা তাদের হাতেই
কেন নিজেকে তুলে দিলে

নোংরারা জোট বাঁধবেই
তোমার যোগ্য নয় তারা
গেলে গেছে আপদ গেছে
কেটেছে মস্ত ফাঁড়া

Monday 7 April 2014

কুয়া

যত বেশীই দাও না কেন
ততই লাগে কম
নিঃশ্বাসটুকু নিংড়ে দিয়ে
আটকে আসে দম

পরকে দোষ দিতে গেলে
অনেক মুখই ভাসে
একান্ত আপনেরাও
ভীড় করে চারিপাশে

জীবন কালো মরণকুয়া
প্রাণটা দাও ঢেলে
ভুলেও ঝুঁকে দেখতে যেও না
কতটা তুমি দিলে

কষ্ট ত্যাগ আর স্বার্থই নয়
তোমাকেও নেবে টেনে
তোমার কাছেই সব পাওয়া যায়
তার লোভটা গেছে জেনে

সংসারকূপ অন্ধ গহিন
সর্বগ্রাসী তার খাই
মন্বন্তরের ক্ষুধা যে তার
তল মিলে না তাই ...................